করোনা: ভারতে আক্রান্ত কোটি ছাড়াল

ভারতে মহামারি কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। শনিবার দেশটিতে মোট সংক্রমণ কোটি ছাড়ালেও এক সময় যেভাবে সংক্রমণ বাড়ছিল তাতে মনে হচ্ছিল, এই সংখ্যাটা পেরোনো শুধু সময়ের ব্যাপার।
সেপ্টেম্বরের মাঝামাঝি ভারতে দৈনিক সংক্রমণ প্রায় লাখের কাছাকাছি থাকলেও ডিসেম্বরে দৈনিক সংক্রমণ ছিল গড়ে ৩০ হাজার
বিশ্বে করোনার প্রকোপে শীর্ষ বিপর্যস্ত আমাদের প্রতিবেশী এই দেশটির বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার করা বাদ দিয়েছেন। সামাজিক দূরত্ববিধিও মানছেন না। কিন্তু এরপরও এক মাস ধরে সংক্রমণ অনেকটা কমে এসেছে।
সেপ্টেম্বরের মাঝামাঝি একদিনে সর্বোচ্চ ৯৮ হাজার শনাক্ত হয়েছিল। কিন্ত এই মাসে দৈনিক সংক্রমণ গড়ে ৩০ হাজার। এতে এক কোটি ৬০ লাখ সংক্রমণ নিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান বাড়ছে ভারতের।
ভারতে মোট করোনার সংক্রমণ ৯০ লাখ থেকে কোটি ছাড়াতে সময় লাগলো ত্রিশ দিন। অথচ এক সময় মাত্র ১১ থেকে ১২ দিনে দশ লাখ রোগী শনাক্ত হতো
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ হাজার ১৫২ জন। প্রাণহানি হয়েছে আরও ৩৪৭ কোভিড-১৯ রোগীর। করোনা এ পর্যন্ত দেশটির ১ লাখ ৪৫ হাজার ১৩৬ জনের প্রাণ কেড়েছে।
ভারতে মোট করোনার সংক্রমণ ৯০ লাখ থেকে কোটি ছাড়াতে সময় লাগলো ত্রিশ দিন। অথচ এক সময় মাত্র ১১ থেকে ১২ দিনের মধ্যে দেশটিতে নতুন করে দশ লাখ মানুষ রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
জানুয়ারি থেকে বেশ কয়েকটি করোনার টিকা দেওয়া শুরুর পরিকল্পনা নিয়েছে ভারত।
আগামী জানুয়ারি থেকে করোনার টিকা দেওয়া শুরুর পরিকল্পনা নিয়েছে ভারত। জরুরি ব্যবহারের করোনার কিছু টিকা কয়েক সপ্তাহের মধ্যে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পেতে পারে। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক ছাড়াও দেশীয় কোম্পানি ভারত বায়োটেকও রয়েছে।
গাণিতিক মডেলের ভিত্তিতে করা পূর্বানুমানে বলা হচ্ছে, ভারতের ১৩৫ কোটি মানুষের ৬০ শতাংশ ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন
দৈনিক গড়ে ২০ হাজার আক্রান্ত আর হাসপাতালে শয্যা ও অক্সিজেন সংকটে সেপ্টেম্বরে পশ্চিম ভারতের ধনী রাজ্য মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে শোচনীয় থাকলেও এখন দৈনিক গড় আক্রান্ত সেখানে ৫ হাজারের কম।
তবে মহামারির পূর্বাভাস দিতে ভারত সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত একটি প্যানেল গাণিতিক মডেলের ভিত্তিতে করা পূর্বানুমানে বলছে, ভারতের ১৩৫ কোটি মানুষের ৬০ শতাংশ ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
এএস