জেলেনস্কি নিহত হলে কী হবে সে পরিকল্পনাও আছে ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি রাশিয়ার হামলায় নিহত হলে কী হবে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে সিবিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি, এ বিষয়ে ইউক্রেন সরকারের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে এখনই বিস্তারিত কথা বলব না। সরকারকে ক্ষমতায় রাখতে কী করণীয়, তা আমরা ঠিক করব।
ব্লিংকেনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্র জেলেনস্কিকে ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কোনো পরিকল্পনা নিয়ে কাজ করছে কি না।
অনেক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জেলেনস্কিই রাশিয়ার হামলার লক্ষ্য। জেলেনস্কি নিজেও জীবন শঙ্কার কথা বলেছেন। এছাড়া জেলেনস্কি এখন আর লাইভেও আসছেন না। এখন তিনি যে ভিডিওগুলো দিচ্ছেন সেগুলো রেকর্ডেড ভিডিও।
রাশিয়া প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যা করলে এর প্রভাব কী হবে? জবাবে ব্লিংকেন বলেন, প্রথম কথা হচ্ছে, জেলেনস্কি ও তার সরকার পুরো বিষয়টিতে অনড় রয়েছে। মানুষ অনেক সাহস দেখিয়েছে।
নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে ব্লিংকেন বলেন, রাশিয়ার ওপর এর মারাত্মক প্রভাব পড়ছে। বিভিন্ন কোম্পানি রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কারণে সেখানকার মানুষজন অনেক প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না।
এনএফ