যুক্তরাষ্ট্রে পানিতে বিষ মেশানোর অভিযোগ হ্যাকারের বিরুদ্ধে

কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ওল্ডসমার শহরের জল সরবরাহ ব্যবস্থাপনা বিভাগের মূল জলাধারের পানিতে অতিরিক্ত মাত্রায় বিষাক্ত রাসায়নিক সোডিয়াম হাইড্রোক্সাইড (লাই) মেশানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক হ্যাকারের বিরুদ্ধে।
তবে ঠিক সময়ে ওই সরবরাহ বিভাগের এক কর্মী বিষয়টি আঁচ করে ফেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
গত শুক্রবার এই ঘটনা ঘটেছে। ওই হ্যাকার যুক্তরাষ্ট্রের না কি বাইরের কোনও দেশের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি; তাই এখন পর্যন্ত এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওল্ডসমারের শেরিফ বা প্রধান আইন-শৃঙ্খলা বিষয়ক কর্মকর্তা।
সোডিয়াম হাইড্রোক্সাইড বা লাই একপ্রকার ক্ষার জাতীয় রাসায়নিক উপদান। পানি বিশুদ্ধ করার জন্য স্বল্প ও নিধারিত মাত্রায় এটি ব্যবহার করা হয়; কিন্তু নির্ধারিত মাত্রার বেশি লাই মেশানো পানি পান করলে মানুষের মুখ, গলা ও পাকস্থলীর সমূহ ক্ষতি হয় এবং ডায়রিয়া, গা গোলানো ও বমির মতো উপসর্গ দেখা দেয়।
অন্যান্য উন্নত দেশের মতো পানিতে লাই মেশানোর পুরো প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। শুক্রবার বিকেলে ওল্ডসমারের জল সরবরাহ বিভাগের এক কর্মী লক্ষ্য করেন, পানিতে যেখানে লাইয়ের উপস্থিতি থাকার কথা কথা ১০০ পিপিম (পার্ট পার মিলিয়ন) সেখানে, পানিতে লাইয়ের পরিমান ১১ হাজার ১০০ পিপিম দেখাচ্ছে কম্পিউটার।
তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি তিনি জানান এবং কম্পিউটার প্রোগ্রাম বন্ধ করেন। এরপর পানি পরীক্ষার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হন যে শহরের জল সরবরাহ বিভাগের কম্পিউটার হ্যাক করা হয়েছে।
ওল্ডসমারের শেরিফ বব গোয়েলটিয়েরি এ বিষয়ে বলেন, ‘আমি রসায়নবিদ নই কিন্তু এটা বলতে পারি একটি ভয়ঙ্কর বিপর্যয়ের হাত থেকে ঈশ্বর আমাদের রক্ষা করেছেন। শহরবাসী এখন বিপদমুক্ত। অপরাধীকে শনাক্তের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
জল সরবরাহ বিভাগ জানিয়েছে, বাইরের কেউ যেন কম্পিউটার প্রোগ্রামে ঢুকতে না পরে, সেজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র: বিবিসি
এসএমডব্লিউ