ইউক্রেন যুদ্ধের রক্তমাখা শরীর, মরার ভান করা ‘ভুয়া ভিডিও’ ভাইরাল

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসমূহ সরগরম হয়ে উঠেছে এ সম্পর্কিত অসংখ্য ভিডিও, ছবি ও পোস্টে। তবে এসবের পাশাপাশি অনেক ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমগুলোতে।
এসব ভুয়া ভিডিও ও ছবির মধ্যে কয়েকটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাজধানী কিয়েভ, পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, উপকূলীয় শহর মারিওপোলসহ দেশটির বিভিন্ন শহরে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হচ্ছে রুশ বাহিনীর। যুদ্ধের তীব্রতা থেকে বাঁচতে ইতোমধ্যে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বলে উল্লেখ করেছে জাতিসংঘ।
ইন্টারনেটের সুবাদে প্রাপ্ত এই যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন নেটিজেনরা। তবে এসবের পাশপাশি কিছু ভুয়া ভিডিও ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যেমন— কয়েকটি ছবিতে দেখা দু’জন তরুণ-তরুণী নিজেদের মুখে রক্তের দাগ এঁকে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন, তাদের পেছনে রয়েছে যুদ্ধবিধ্বস্ত একটি দালানের ছবি।
— CinemaPeople (@CinemaPeople_) December 7, 2020
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ইউক্রেনের নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই। তাদের বক্তব্য, বিশ্ববাসীকে ধোঁকা দেওয়ার জন্য ইউক্রেনের যুদ্ধকে ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করে দেখানোর চেষ্টা করছে পশ্চিমের নেটিজেনরা।
অবশ্য পরে জানা গেছে ইউক্রেনের টিভি সিরিজ কন্টামিনের ছবি এগুলো। ২০২০ সালে ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছিল এই সিরিজটি।
ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পর্কেও বলা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ব্যাগবন্দি সারি সারি লাশের কাছে দাঁড়িয়ে মাইক হাতে ক্যামেরার সামনে কথা বলছেন একজন টেলিভিশন সংবাদিক। তিনি যখন কথা বলছেন, সে সময় কয়েকটি ব্যাগ নড়ে উঠল এবং একটি ব্যাগ থেকে একজন বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই বাইরে থেকে একজন এসে আবার তাকে শুয়ে থাকার নির্দেশ দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি যারা ছড়িয়েছেন, তাদের প্রায় সবারই মন্তব্য, ‘ইউক্রেনের যুদ্ধ নিয়ে পশ্চিমের ধাপ্পাবাজির আরও একটি নমুনা।’
— Kshitij (@jgdkshitij) March 1, 2022
তবে পরে জানা গেছে, চলতি বছর ফেব্রুয়ারি অস্ট্রিয়াভিত্তিক পরিবেশবাদী সংগঠন ফ্রাইডে ফর ফিউচার বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর দাবিতে প্রতিবাদী সমাবেশ করেছিল। সংস্থার সেচ্ছাসেবীরা প্রতিবাদের অংশ হিসেবে ব্যাগবন্দি লাশের অভিনয় করছিলেন।
এছাড়া, হলিউড অভিনেতা স্টিভেন স্যাগাল রুশ বাহিনীতে যোগ দিয়েছেন বলেও গুজব উঠেছিল। তবে কয়েক বছর আগে রাশিয়ার নাগরিকত্ব পাওয়া এই মার্কিন অভিনেতা সিএনএনকে বলেছেন, তিনি চান শান্তিপূর্ণভাবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংকট দূর হোক।
এসএমডব্লিউ