এবার চিপসের প্যাকেট দিয়ে সাজানো হলো বরের গাড়ি

নানান ধরনের ফুল দিয়ে সাজানো প্রাইভেটকার। দূর থেকে দেখলেই বুঝতে পারা যায়, এটি কোনো বিয়ের গাড়ি। তবে বিষয়টিতে নতুন চমক আনলেন ভারতের দক্ষিণ ২৪ পরগনার জেলার পঙ্কজ হালদার। নিজের বিয়েতে বাহারি ফুল নয়, গাড়ি সাজিয়েছেন চিপস আর কুড়কুড়ের প্যাকেট দিয়ে।
কুড়কুড়ে আর চিপসের প্যাকেট দিয়ে সাজানো গাড়ি চেপেই বিয়ে করতে গেলেন পঙ্কজ হালদার। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ফুল দিয়ে গাড়ি সাজানোর পর সেই ফুল খুলে ফেলতে হয়। কাজে আসে না কারোর। ছিঁড়ে নষ্ট করা হয় ফুল। এতে অপচয় হয়।
কিন্তু কুড়কুড়ে ও চিপস দিয়ে গাড়ি সাজানোর পর সেগুলো অপচয় হবে না। চিপসগুলো বাচ্চারা খেতে পারবে।
পঙ্কজের বিয়ের গাড়ি সাজাতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪৫০টি কুড়কুড়ে ও চিপসের প্যাকেট। বিভিন্ন রকমের চিপস ও স্ন্যাকসের প্যাকেট ব্যবহার করা হয়েছে গাড়ি সাজাতে।
এর আগে পশ্চিমবঙ্গের জামালপুরে হরেক রকম ফল দিয়ে নিজের বিয়ের গাড়ি সাজিয়েছিলেন সৌরভ পাল নামের এক ব্যক্তি। পুরো গাড়ি সাজাতে ২২ কেজি আঙুর, আড়াই কেজি খেজুর, ৫০০ গ্রাম বেদানা এবং দেড় কেজি চেরি ফল ব্যবহার করা হয়। গাড়িটি সাজাতে আনুমানিক খরচ হয়েছিল সাড়ে ৪ হাজার টাকা।
এমএইচএস