ভারতে ট্রেনে বালিশ-কম্বল ফিরছে

করোনা মহামারিতে বদলে গেছিল বিশ্বের বহু রীতি। নতুন জীবনে নতুন নিয়মেই জীবন চলেছে বছর দুয়েক। ডেল্ট অমিক্রন ঢেউয়ে পর করোনার দাপট এখন কমে এসেছে বেশ খানিকটা। আর সে কারণেই আবার পুরোনো স নিয়ম ফিরে আসছে।
যেমন করোনার প্রকোপে ভারতীয় রেলে ২০২০ সালের ১১ মে থেকে শীততাপ নিয়ন্ত্রিত বগিগুলোতে কম্বল, বালিশ, তোয়ালে, চাদর দেওয়া বন্ধ হয়ে যায় ।
তবে এখন কোভিড বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে। যার ফলে পুরোনো ব্যবস্থা, সুযোগ-সুবিধাগুলো আবার ফিরে আসছে।
ভারতীয় রেলও সে ধারাবাহিকতায় শীততাপ নিয়ন্ত্রিত বগিতে ফের বালিশ, কম্বল, চাদর, তোয়ালে দেবে।
২০২০ সালের ১১ মে থেকে এই পরিষেবা বন্ধ ছিল ভারতে। মাঝে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ওই পরিষেবা বন্ধই থেকে যায়। এবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
এনএফ