তুরস্কের হাসপাতালে অগ্নিকাণ্ড, ৮ করোনা রোগীর মৃত্যু

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশের ‘সানকো ইউনিভার্সিটি হসপিটাল’ নামের একটি বেসরকারি হাসপাতালে আগুনে পুড়ে আটজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে ভর্তি সংকটাপন্ন কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য নির্দিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্র (ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউ) থেকে আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
নিবিড় পরিচর্যা কেন্দ্রের ‘হাই ফ্লো অক্সিজেন থেরাপি মেশিনে’ আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটলে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনাস্থলেই সাত এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। তাদের সবার বয়স ৬৫ থেকে ৮৫ এর মধ্যে। বেঁচে যাওয়া ১৪ করোনা রোগীকে পাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই মারা যান সাত জন; চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। মৃতদের সবারই বয়স ৬৫ থেকে ৮৫ এর মধ্যে।
এ ঘটনায় বেঁচে যাওয়া ওই আইসিউইতে ভর্তি বাকি ১৪ রোগীকে পাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন লাগার পরই তা নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং অগ্নিনির্বাপক বাহিনীর দল সেখানে পৌঁছে যায়। আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: আল জাজিরা
এসএমডব্লিউ/এএস