ট্রাম্প আমলের কৌঁসুলিদের পদত্যাগের নির্দেশ বাইডেন প্রশাসনের

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ কৌঁসুলিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে জো বাইডেনের প্রশাসন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় এই নির্দেশ দেয়।
অবশ্য ট্রাম্পের আমলে নিয়োগ পেলেও পেশাদারিত্বের সঙ্গে এবং গুরুত্বপূর্ণ কাজ করছেন এমন কয়েকজন কৌঁসুলিকে দায়িত্বে বহাল রাখা হতে পারে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
তদন্ত চালিয়ে যাবেন জন ডারহাম/ ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে সাধারণত নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর পূর্বের প্রশাসনের নিয়োগকৃত বেশিরভাগ শীর্ষ কৌঁসুলিকে বিদায় নিতে হয়। তবে মার্কিন আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ডেলওয়্যার অঙ্গরাজ্যের অ্যাটর্নি ডেভিড ওয়েইজকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল রবার্ট উইলকিনসন। তিনি প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেনের কর ফাঁকির মামলার তদন্ত করছেন।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার মধ্যে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত করতে বিশেষ কর্মকর্তা হিসেবে কানেকটিকাট অঙ্গরাজ্যের অ্যাটর্নি জন ডারহামকে নিয়োগ দিয়েছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তাকেও এই তদন্তের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। তবে কানেটিকাটের অ্যাটর্নির পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জন ডারহাম।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল রবার্ট উইলকিনসন এক বিবৃতিতে বলেছেন, ‘(নতুন প্রশাসনের কাছে) নির্ভিঘ্নভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
দ্বিতীয় আরেকজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি হিসেবে মাইকেল শেরউইনকে দায়িত্ব চালিয়ে যেতে সুযোগ দেওয়ার পক্ষে মার্কিন আইন মন্ত্রণালয়। বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার তদন্ত করছেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলা চালাতে তার সমর্থকদের উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ইতোমধ্যেই এটা পরিষ্কার করে দিয়েছেন যে, মার্কিন আইন মন্ত্রণালয়কে তিনি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চান। যেকোন ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে কাজ করার সুযোগ করে দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বা কৌঁসুলি এবং কর্মকর্তা পদে আসতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র মূল্যায়নের কাজ মার্কিন সিনেটররা শুরু করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র: আলজাজিরা
টিএম