যুক্তরাষ্ট্রে হাসপাতালে গুলি, হতাহত ৫

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস এলাকার একটি মেডিক্যালে চিকিৎসাসেবায় ক্ষুব্ধ এক রোগীর গুলিতে অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছেন। চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষের জেরে বয়োজ্যেষ্ঠ ওই ব্যক্তি হাসপাতালে গুলি চালিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয় কর্মকর্তারা।
মিনিয়াপোলিসের ৫৫ কিলোমিটার উত্তরপশ্চিমের বাফালো এলাকার অ্যালিনা হেলথ ক্লিনিকে মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে ৬৭ বছর বয়সী গ্রিগরি পল আলরিস (৬৭) নামের ওই ব্যক্তি সহিংস হয়ে ওঠেন। পরে মিনেসোটা পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এই বন্দুকধারীকে আটক করে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুলির পাশাপাশি একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। কিন্তু কর্মকর্তারা বলেছেন, তারা বিস্ফোরণের ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি। দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউন বলছে, গোলাগুলির প্রায় ৩০ মিনিট পর ক্লিনিকে একটি বোমার বিস্ফোরণও ঘটেছে।
বাফালো পুলিশের প্রধান প্যাট বুডকে বলেছেন, সন্দেহভাজন হামলাকারী বাফালো এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন বলে তদন্তকারীদের ধারণা। অ্যালিনা হেলথ ক্লিনিকের ব্যবস্থাপনা অথবা কর্মীদের সেবায় ব্যক্তিগত ক্ষোভ থেকে তিনি একাই এই হামলা চালিয়ে থাকতে পারেন।
স্থানীয় স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের সঙ্গে ওই ব্যক্তির পুরনো সংঘাত ছিল বলে জানিয়েছেন বুডকে। অ্যালেনা হেলথের নির্বাহী কর্মকর্তা ক্যালি স্প্র্যাট বলেছেন, গুলিতে আহত চারজন আহত ও একজন নিহত হয়েছেন। আহতদের ওই এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতরা হাসপাতালের কর্মী কিংবা রোগী কিনা সেব্যাপারে কোনও তথ্য জানাননি তিনি।
সূত্র: রয়টার্স।
এসএস