যতদিন বাঁচব রয়েল বেঙ্গল টাইগারের মতো বাঁচব: মমতা

নিজেকে রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, তিনি দুর্বল ব্যক্তি নন যাকে বিজেপি ভয় দেখাতে পারে। মঙ্গলবার প্রদেশের বহরমপুরে এক সমাবেশে তিনি বলেন, ‘এটা চিন্তা করার কোনও কারণ নেই যে, আমি দুর্বল। আমি কোনও কিছুতে ভয় পাওয়ার মানুষ নই। আমি একজন শক্তিশালী মানুষ। যতদিন বাঁচব মাথা উঁচু করেই বাঁচব। মৃত্যু পর্যন্ত রয়েল বেঙ্গল টাইগারের মতো বাঁচব।’
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কয়েকজন নেতার সমালোচনা করে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘পলাশীর যুদ্ধে মীর জাফর যেভাবে নবাব সিরাজ উদ দৌলাকে ছেড়ে গিয়েছিল, সেভাবে কিছু দুষ্ট গরু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তারা এখন প্রচুর চেঁচামেচি করছেন— হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, কাম্বা কাম্বা, ডাম্বা ডাম্বা... আরও কিছু মানুষ চেঁচামেচি করছে। তারা যত তাড়াতাড়ি দল ছাড়বে ততই মঙ্গল। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল উত্তম।’
তৃণমূল আবারও ক্ষমতায় ফিরবে আশাপ্রকাশ করে মমতা বন্দোপাধ্যায় বলেন, এর মাধ্যমে অস্বস্তিকর অবস্থা থেকে পরিত্রাণ মিলছে। আমি টাকার জন্য দল বিক্রি করি না।
তিনি বলেন, যারা দুর্নীতিগ্রস্থ, তারা দুর্নীতির কাছে মাথা নত করেন। তারা প্রচুর সম্পদ অর্জন করেছেন এবং এখন গবাদি পশু চোরাচালানের মামলায় বা কয়লা কেলেঙ্কারিতে ধরা পড়ার ভয়ে রয়েছেন। সরকার যখন দরিদ্র কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু করেছে; তখন কীভাবে তারা এতে বাধা দেওয়ার সাহস করেন।
বিজেপির তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, দল ত্যাগ করে নেতারা এখন বিজেপির ওয়াশিং মেশিনে নিজেদের পরিষ্কার করছেন। তারা সবাই একযোগে বিজেপিতে যোগ দিয়েছেন।
সরকারি সুবিধাভোগী নারীদের প্রতি শ্রদ্ধা দেখাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তৃণমূলের এই নেত্রী। তিনি বলেন, মা-বোনেরা; যারা গ্রহস্থলির কাজ যেমন— পরিবারের সদস্যদের জন্য, দুর্গা পূজা, ঈদসহ বিভিন্ন উৎসবে রান্না; এমনকি কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের সেবা করেন। তাদের প্রতি শ্রদ্ধা দেখাবেন।
বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার চেয়ে পশ্চিমবঙ্গে নারীরা নিজেদের ইচ্ছে মতো অবাধ চলাফেরা, শ্রদ্ধা এবং শান্তিতে বসবাস করছেন বলে মন্তব্য করেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে নারীরা যেভাবে ভয়ভীতি ছাড়া স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, বিজেপিশাসিত রাজ্যগুলোতে তা সম্ভব নয়।
তিনি বলেন, উত্তরপ্রদেশে যান। সেখানে কীভাবে নারী, দলিত ও সংখ্যালঘুদের দেখা হয়, দেখে আসুন। বিজেপি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল নয়। এই দলটি দিল্লি এবং গুজরাটের; যেখানে দাঙ্গা হয়। ত্রিপুরায় যান। সেখানকার লোকজন তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করছেন। বিজেপির স্লোগান হলো— মুখে বল হরি হরি আর সাধারণ মানুষ খুন করি। মুর্শিদাবাদে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের সময় রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ব্যাপারেও কথা বলেন তিনি।
বিজেপি পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি/এনপিআর বাস্তবায়ন করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন মমতা। তিনি বলেন, আমি ইতোমধ্যে ঘোষণা দিয়েছি, এসব আমাদের রাজ্যে বাস্তবায়ন হবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। তিনি বলেন, আপনারা কি কখনও প্রধানমন্ত্রীকে মিথ্যা বলতে শুনেছেন? তিনি সব সময়ই মিথ্যাচার করেন। কোন রাজ্যের কর্মী বেতন পাননি, আমাকে বলুন মোদি বাবু।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
এসএস