আবারও থমকে যেতে পারে বিশ্ব বাণিজ্যের গতি: জাতিসংঘ

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বৈশ্বিক বাণিজ্যের গতি চলতি বছরের প্রথম চারমাসে পুনরুদ্ধারের আশা করা হলেও তা আবারও শ্লথ হয়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। মহামারিতে গত বছরের মতো চলতি বছরও ভ্রমণ শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে বুধবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি।
এছাড়া ২০২০ সালে বিশ্ব বাণিজ্য পূর্বের বছরের তুলনায় ৯ শতাংশ সংকুচিত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (ইউএনসিটিএডি) জানিয়েছে, লকডাউনের কারণে ২০২০ সালের প্রথমার্ধে বিশ্ব বাণিজ্য সংকুচিত হয় ১৫ শতাংশ। তবে দ্বিতীয়ার্ধে তা আবারও বেড়ে যায়।
সংস্থাটির মতে, বছরের দ্বিতীয়ার্ধে বাণিজ্য ঘাটতি পূরণের কাজটি মূলত পূর্ব এশিয়ার দেশগুলোর কারণেই সম্ভব হয়েছে। গত বছরের চতুর্থ কোয়ার্টারে মোট বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশ পণ্য এই অঞ্চল থেকেই সরবরাহ করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ‘করোনা মহামারির কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনীতির ধাক্কা সামলে নেওয়ার কাজে নেতৃত্ব দিয়েছে পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনীতি। জ্বালানি ও পরিবহনখাতের বাইরে গত বছরের চতুর্থ কোয়ার্টারে বৈশ্বিক অর্থনীতির গতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রেখেছে উৎপাদনখাতগুলো।’
প্রতিবেদনে জানানো হয়, বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক বাণিজ্য ছিল স্থবির। এছাড়া অন্য অনেক দেশের তুলনায় চীন ও ভারতের রপ্তানির হার ছিল তুলনামূলক ভালো। গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় ২০২১ সালের প্রথম কোয়ার্টারে পণ্য বাণিজ্য হ্রাস পেয়েছে এক দশমিক পাঁচ শতাংশ এবং সেবা বাণিজ্য হ্রাস পেয়েছে সাত শতাংশ।
সূত্র: রয়টার্স
টিএম