‘টিকা নিলে নারীর দাড়ি উঠবে, পুরুষের কণ্ঠ হবে নারীর মতো’

করোনা নিয়ে বিদ্রুপ করা ছাড়লেন না ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো। এবার তার দাবি, টিকা নিলে মানুষ কুমিরে রুপান্তরিত হতে পারে। পুরুষের কণ্ঠ হবে নারীর মতো। আর নারীর উঠবে দাড়ি।
করোনায় বিশ্বে তৃতীয় বিপর্যস্ত দেশ হওয়া সত্ত্বেও প্রথম থেকেই ভাইরাসটির প্রকোপকে খাটো করে নানা ধরনের মন্তব্য করেছেন বোলসোনারো। এর মধ্যে একটি, করোনা তেমন কিছু নয়, এটা নর্মাল ফ্লুর মতো।
শুধু নিজে টিকা নিবেন না বলেই ক্ষান্ত হননি মানুষ যাতে করোনোর টিকা না নেন এ জন্য নিজের মতো করে বিভ্রান্তিকর কথা বলছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
মাস্ক পরবেন না বলে নানা স্থানে বক্তব্য দেওয়ার পর আদালতের চাপে পড়ে শেষ পর্যন্ত তাকে মাস্ক পরতে দেখা যায়। টিকার ফল আসতে শুরুর পর এইতো সেদিনই বললেন, করোনার টিকা নিতে চান না তিনি।
তবে শুধু নিজে টিকা নিবেন না বলেই ক্ষান্ত হননি ব্রাজিলের প্রেসিডেন্ট। মানুষ যাতে করোনোর টিকা না নেন এ জন্য নিজের মতো করে বিভ্রান্তিকর কথা বলছেন। অথচ টিকায় করোনা মহামারি শেষের স্বপ্ন দেখছে বিশ্ব।
যদি আপনি অতিমানব হয়ে যান, যদি নারীর দাড়ি গজাতে শুরু করে অথবা পুরুষ নারীদের গলায় কথা বলতে শুরু করে, তাহলেও কিছু করার থাকবে না
জায়ের বোলসোনারো
এএফপির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বলসোনারো বলেন, ‘ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো দায় আমরা নেব না। যদি আপনি কুমিরে রূপান্তরিত হন, তাহলে সেটা আপনার সমস্যা।’
টিকা নিয়ে বলসোনারো আরও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বলেন, ‘যদি আপনি অতিমানব হয়ে যান, যদি নারীর দাড়ি গজাতে শুরু করে অথবা পুরুষ নারীদের গলায় কথা বলতে শুরু করে, তাহলেও কিছু করার থাকবে না।’
করোনার টিকা নিয়ে দেশগুলো যখন মহামারি অবসানের স্বপ্ন দেখছে ঠিক তখনই কট্টর ডানপন্থী এই নেতা এসব কথা বলছেন।
এর আগে গত নভেম্বরের শেষদিকে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট বোলসোনারো কোভিড-১৯ টিকা নেয়া প্রসঙ্গে বলেন, ‘আমি আপনাদের স্পষ্ট করে বলছি, আমি এটা (টিকা) নেব না। এটা আমার অধিকার।’
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অনেক দেশে যখন করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, টিকাদান শুরুর অপেক্ষায় থাকা বাকি দেশগুলো যখন এ নিয়ে আশার আলো দেখছে ঠিক তখনই এই নেতা এসব কথা বলছেন।
এএস