করোনার চতুর্থ ঢেউ এলেও স্কুল খোলা রাখা উচিত : নোবেলজয়ী অভিজিৎ

ভারতে করোনার চতুর্থ ঢেউ এলেও স্কুল বন্ধ না করা এবং লকডাউনের রাস্তায় আর না হাঁটার পক্ষে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
নোবেলজয়ী এই ভারতীয় অর্থনীতিবিদের দাবি, ওমিক্রন মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে ভারতীয়দের। জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট তাই বলছে। ফলে সংক্রমণ বাড়লেও চীন বা কোরিয়ার মতো খারাপ অবস্থা ভারতের হবে না।
মঙ্গলবার (২২ মার্চ) সাউথ সিটির একটি বই বিপণিতে একটি অনুষ্ঠানে এসেছিলেন অভিজিৎ বিনায়ক। সেখানে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, চতুর্থ ঢেউ নিয়ে ভারতের দুশ্চিন্তা করাটা অবৈজ্ঞানিক। যদি আসেও, স্কুল বন্ধ করা বা লকডাউনের মতো পদক্ষেপ করার প্রয়োজন হবে না। তবে বয়স্কদের নিয়ে আলাদা পরিকল্পনা নিতেই হবে। যাদের বাড়িতে ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো রোগী রয়েছে তাদের বাড়তি সতর্কতার প্রয়োজন। নিজেদের শরীরে কোভিডের কোনো উপসর্গ অনুভব করলেই টেস্ট করাতে হবে। তারপর বাড়িতে ঢুকতে হবে।
উল্লেখ্য, চীন, দক্ষিণ কোরিয়া, ইজরায়েলে রকেটের গতিতে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে। দক্ষিণ কোরিয়ায় একদিনে ৬ লক্ষ মানুষ সংক্রমিত হওয়ার নজির তৈরি হয়েছে।
এদিকে, ভারতে কোভিড কেয়ার নেটওয়ার্কের অন্যতম মেন্টর অধ্যাপক ডা. দীপ্তেন্দ্র সরকার বলেন, মৃত্যু না হলে লকডাউনের প্রয়োজন নেই। ব্রিটেনে এখন দিনে এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। কিন্তু সব খোলা আছে। কোভিড এখন সাধারণ সর্দি-কাশি-জ্বরে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে লকডাউন শব্দটাই উচ্চারণ করা উচিত নয়।
এইচকে