তালিবানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ভারতীয় সাংবাদিকের বাবা-মা

গত বছরের জুলাইয়ে আফগানিস্তানে পুলিৎজারজয়ী ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছেন তার বাবা-মা।
গত বছরের ১৬ জুলাই আফগানিস্তানের কান্দাহারে দানিশকে হত্যা করা হয়। তখন তিনি কান্দাহারের স্পিন বোলদাক শহরে আফগান নিরাপত্তা বাহিনী এবং তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর কভার করছিলেন।
ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকীর বাবা-মা এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হয়েছেন। ছেলের মৃত্যুতে এই আদালত থেকে ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন তারা। দানিশ সিদ্দিকী ছিলেন পুলিৎজার পুরস্কার বিজয়ী। তিনি রয়টার্সের ফটোগ্রাফার ছিলেন। আফগান বিশেষ বাহিনীর সাথেও যুক্ত ছিলেন তিনি। গত বছর তালেবানদের সঙ্গে সংঘর্ষের সময় তিনি নিহত হন।
দানিশের বাবা-মা বলছেন, ছেলের সঙ্গে অমানবিক ঘটনা ঘটেছে।
• আরও পড়ুন : পরিচয় পাওয়ার পরই দানিশকে নির্মমভাবে হত্যা করে তালেবান
দানিশের বাবা-মায়ের আইনজীবী আন্তর্জাতিক অপরাধে মামলার বিষয়টি জানিয়েছেন। সিদ্দিকীর বাবা-মা হেগের আইসিসিতে ছয় তালেবান নেতা এবং অজ্ঞাতনামা কয়েকজন কমান্ডারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দানিশের বাবা-মা বলছেন যে, তাদের ছেলেকে তালেবান নেতাদের একটি দল নির্যাতন করে হত্যা করেছে। তিনি ভারতীয় ফটোসাংবাদিক ছিলেন বলেই এমন করা হয়েছে বলে দাবি তাদের।
দানিশের মৃত্যুর পর, আফগান নিরাপত্তা কর্মকর্তারা এবং ভারতীয় সরকারি কর্মকর্তারা রয়টার্সকে বলেন যে, তালেবান হেফাজতে মৃত্যু হয় দানিশের। তার লাশের ছবি, গোয়েন্দা তথ্য ও পরীক্ষার ভিত্তিতে ওই তথ্য দেওয়া হয়।
তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তালেবান।
এনএফ