ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গুলি ইহুদি নাগরিকের

পশ্চিম তীরে অবৈধ ইহুদিবসতি স্থাপনের প্রতিবাদে বিক্ষোভরত এক ফিলিস্তিনিকে শুক্রবার গুলি করেছেন ইসরায়েলের এক নাগরিক। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর ধারণ করা ভিডিও ফুটেজে এই দৃশ্য দেখা যায়।
শুক্রবার ফিলিস্তিনির মানুষজন রামাল্লার মুঘাইর গ্রাম থেকে এই বিক্ষোভ শুরু করেন। ওই সময় ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গুলি করার ফুটেজটি ধারণ করেন আনাদোলুর ক্যামেরা পারসন হিশাম আবু শাকরা।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটর প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে যে, ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গুলি করা ইহুদি ওই নাগরিককে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও গ্রেফতার করেনি।
পশ্চিম তীরে ভূমি দখল করে ২৫০টি বসতিতে ৪ লাখ ইহুদি বসবাস করছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি অবৈধ হলেও দিন দিন সেখানে ইসরায়েলি বসতি বাড়ছে।
তবে ইসরায়েলের কর্তৃপক্ষ বলে আসছে, ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনি ও ইহুদিদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনের চেষ্টা করে যাচ্ছে। তবে বাস্তব অবস্থা এর বিপরীত চিত্র তুলে ধরছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব ইসরাইল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের দখল নেয় ইসরায়েল।
এইচএকে/এএস