টিকা স্বল্পতায় জরুরি অবস্থার মুখোমুখি যুক্তরাষ্ট্র: বাইডেন

করোনাভাইরাস প্রতিরোধী টিকা স্বল্পতার কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে ‘জাতীয় জরুরি অবস্থার’ সম্মুখীন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ৩০ কোটি আমেরিকান নাগরিককে টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় টিকা সরবরাহ করতে তার প্রশাসন কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ওয়াশিংটন ডিসির ঠিক বাইরে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে যান প্রেসিডেন্ট বাইডেন। সেখানে তিনি বলেন, ‘আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জাতি হিসেবে আমরা যতগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, তার মধ্যে এটা অন্যতম কঠিন চ্যালেঞ্জ।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ক্ষমতাগ্রহণের প্রথম ১০০ দিনে ১০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে কাজ করছে বাইডেন প্রশাসন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত তিন সপ্তাহ পার হয়েছে এবং এই সময়ের মধ্যে দুই কোটি ৬০ লাখ মানুষকে টিকা দিয়েছে দেশটি।
প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে আগামী গ্রীষ্ম শেষ হওয়ার আগেই ৩০ কোটি আমেরিকান নাগরিককে টিকা দেওয়া সম্পন্ন হবে। সেই লক্ষ্যেই আমরা এখন জুলাই মাসের শেষ নাগাদ প্রয়োজনীয় পরিমাণের টিকা সরবরাহের চেষ্টা করছি।’
তিনি বলেন, আগামী মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে। আর তাই মহামারি ও সংক্রমণ প্রতিরোধে ‘দেশের প্রতি দায়িত্ব হিসেবে’ সবাইকে মাস্ক পরার অনুরোধ করেন তিনি। এসময় বাইডেন নিজেও মাস্ক পরে ছিলেন।
এসময় টিকাদান কর্মসূচি ভালো ভাবে শুরু না করা নিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, ‘দেশের বেশিরভাগ মানুষকে টিকা দেওয়ার কোনো পরিকল্পনায় ট্রাম্পের ছিল না। তিনি (ট্রাম্প) খুব বেশি করোনা টিকার অর্ডার করেননি। তিনি খুব বেশি মানুষকে টিকা দিতে চাননি।’
সূত্র: আলজাজিরা
টিএম