কোভ্যাক্সিন ফিরিয়ে নিতে মোদি সরকারকে ছত্তিশগড়ের চিঠি

কোভ্যাক্সিন নিয়ে বিতর্ক নতুন নয়। অনেকেরই অভিযোগ, ঠিকমতো ট্রায়াল হয়নি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই কোভিড-১৯ টিকার। এবার সেই অভিযোগ সামনে এনে কোভ্যাক্সিন টিকা ফিরিয়ে নিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের কংগ্রেস সরকার। তবে সেই চিঠির জবাবে কোভ্যাক্সিনকে নিরাপদ বলে দাবি করেছেন মোদি সরকারের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
‘ভারত বায়োটেক’-এর তৈরি এই টিকার তৃতীয় দফার ট্রায়াল হয়নি, তাই এতে ঝুঁকি রয়েছে। পাশাপাশি, এই টিকার গায়ে ওষুধের মেয়াদ শেষ হওয়ার তারিখও লেখা নেই। ছত্তিশগড় সরকারের স্বাস্থ্যমন্ত্রী টিএস দেও এই দুই কারণ দেখিয়ে একটি চিঠি লেখেন ভারতের কেন্দ্রীয় সরকারকে। সেখানেই তিনি আপাতত কোভ্যাক্সিনের সরবরাহ বন্ধ রাখার অনুরোধ করেন। এমনকি টিকা ফিরিয়ে নিতেও চিঠিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
— TS Singh Deo (@TS_SinghDeo) February 11, 2021
চিঠিতে ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী লেখেন, ‘ভারত বায়োটেকের কোভ্যাক্সিন চাই না, যা পাঠিয়েছেন ফেরত নিয়ে নিন।’ মূলত এই কয়েকটি শব্দ লিখেই মোদি সরকারের সিদ্ধান্তের ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়ে দেয় ছত্তিশগড় সরকার। কংগ্রেসশাসিত এই রাজ্যই ভারতের প্রথম রাজ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে কোভ্যাক্সিন ব্যবহারের ক্ষেত্রে নিজেদের আপত্তি জানিয়েছে।
তবে সেই চিঠি টুইটারে প্রকাশিত হওয়ার পরেই দ্রুত জবাব দেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। চিঠির শুরুতেই তিনি দাবি করেন, ‘কোভ্যাক্সিন সম্পূর্ণ নিরাপদ। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। সারা দেশেই এর বিস্তৃত ব্যবহার করা দরকার।’
এমনকি টিকার মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ নেই- এই অভিযোগ সম্পর্কেও জবাব দেন হর্ষবর্ধন। কোভ্যাক্সিন টিকার একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি লেখেন, ‘টিকার মেয়াদ শেষ হওয়ার দিন নিয়ে তোলা আপনার অভিযোগ ভিত্তিহীন। দেখুন, লেবেলেই তারিখের উল্লেখ স্পষ্ট রয়েছে।’
অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থেকে ছত্তিশগড় অনেকটাই পিছিয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার দাবি, ‘ছত্তিশগড়ে এখন পর্যন্ত মাত্র ৯ দশমিক ৫৫ শতাংশ করোনার সম্মুখযোদ্ধা টিকা পেয়েছেন। আপনাদের উচিত আরও বেশি সংখ্যাক সম্মুখযোদ্ধাকে টিকার আওতায় নিয়ে আসা।’
তবে তৃতীয় দফার ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই কোভ্যাক্সিন ব্যবহার করতে চায় না ছত্তিশগড়। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও জানিয়েছেন, ‘আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে বলেছি, কোভ্যাক্সিন সংক্রান্ত তৃতীয় দফার ট্রায়াল রিপোর্ট প্রকাশ না করা পর্যন্ত আমাদের রাজ্যে এই টিকা ব্যবহার করা হবে না। তৃতীয় দফার ট্রায়ালের তথ্য হাতে চলে আসলে আমাদের (টিকা ব্যবহারের ক্ষেত্রে) আর কোনো সমস্যা থাকবে না, কেন্দ্রীয় সরকারকে সে কথাও জানানো হয়েছে।’
কংগ্রেসশাসিত ছত্তিশগড় সরকারের দাবি, কোভ্যাক্সিনের বিষয়ে নিজেদের আপত্তির কথা গত মাসেই মৌখিক ভাবে দেশটির কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল তারা ৷ তাতে কাজ না হওয়ায় এ বার চিঠি পাঠানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সারা ভারতে টিকাদান কর্মসূচি শুরুর আগে অন্য রাজ্যগুলোর মতো ছত্তিশগড়েও টিকা সরবরাহ করে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে রাজ্য সরকার ওই টিকা ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করায় পড়ে থাকা ভ্যাকসিনের কী হবে, সেই বিষয়েও কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এমনকি ছত্তিশগড় রাজ্য থেকে লিখিত ভাবে জানানো হয়েছে যে, যদি কেন্দ্রীয় সরকার পড়ে থাকা কোভ্যাক্সিন ফিরিয়ে না নেয়, তা হলে এসব টিকার সম্ভাব্য অপচয়ের দায় তাদেরই নিতে হবে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ছত্তিশগড়ে এই মুহূর্তে ৩৭ হাজার ৭৬০ ডোজ কোভ্যাক্সিন টিকা পড়ে রয়েছে। এই টিকার মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত। কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের ট্রায়াল রিপোর্ট প্রকাশ না করা পর্যন্ত রাজ্যটি এসব টিকা ব্যবহার করবে না।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টাইমস
টিএম