টুইটারের ৯.২ শতাংশ কিনে নিলেন এলন মাস্ক

Dhaka Post Desk

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল ২০২২, ১০:৪৭ পিএম


টুইটারের ৯.২ শতাংশ কিনে নিলেন এলন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক টুইটারের ৯ দশমিক ২ শতাংশ কিনে নিয়েছেন। এমনটি জানিয়েছে ফক্স বিজনেস।  

সোমবারের এ খবরে টুইটারের শেয়ারের দাম ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। এখন মাস্ক টুইটারের ৭৩ দশমিক ৫ মিলিয়ন শেয়ার নিয়ন্ত্রণ করছেন। 

এর আগে টুইটারের 'বাকস্বাধীনতা' পলিসি নিয়ে সমালোচনা করেছিলেন মাস্ক। 

নিজের আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলার ভাবনা রয়েছে, টুইট করেই জানিয়েছিলেন তিনি। এবার সেই টুইটারেরই উল্লেখযোগ্য শেয়ার তার পকেটে।

আরএইচ

Link copied