করোনার উৎপত্তি নিয়ে সব অনুমানের জবাব শিগগিরই

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে সব অনুমানের জবাব এখন টেবিলে। শিগগিরই চীনে চালানো অনুসন্ধানের সব তথ্য সামনে আসবে।
সম্প্রতি ডব্লিউএইচওর একটি দল চীনের উহান প্রদেশ পরিদর্শন করেছে, যেখানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ডব্লিউএইচওর দলটি ভাইরাসের উৎপত্তি শনাক্তে ব্যর্থ হয়েছে কিন্তু প্রচলিত আছে যে উহান শহরের একটি ল্যাব থেকে তরল একটি পদার্থ ছড়িয়ে পড়ে। এর মাধ্যমেই করোনার উৎপত্তি। কিন্তু এ বিষয়ে তদন্ত দল নিশ্চিত কোনো তথ্য পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল।।
পিটার বেন এমবারেকের নেতৃত্বে হওয়া মিশন নিয়ে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জেনেভায় এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস। তিনি বলেন, আমাদের দল ‘খুবই জটিল অবস্থায় খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য পেয়েছে’।
ডব্লিউএইচও প্রধান বলেন, কিছু প্রশ্ন উঠেছে। আবার কিছু অনুমান বাদও দেয়া হয়েছে। বিশেষজ্ঞ দলের কয়েক জনের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত করতে পারি যে আরও কিছু গবেষণা ও অনুসন্ধানের পর সব অনুমানের জবাব পাওয়া যাবে।
তিনি বলেন, আমরা আগেও বলেছি এ মিশন সব প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। কিন্তু এ মিশন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা ভাইরাসের উৎপত্তিস্থল খুঁজে পাওয়ার পথে আমাদের অনেকটা এগিয়ে দিয়েছে।
মিশনের সংক্ষিপ্ত প্রতিবেদন আগামী সপ্তাহের পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তেদ্রোস। পরের সপ্তাহেই পূর্ণাঙ্গ প্রতিবেদনটিও পাওয়া যেতে পারে। দুটি প্রতিবেদনই জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি।
মিশনে যাওয়া বিশেষজ্ঞ দলটি বলছে, তাদের প্রধান অনুমান বাদুড়ের মাধ্যমে ভাইরাসটির ছড়িয়ে থাকতে পারে। যদিও তাদের কাছে অন্য প্রাণীর মাংস থেকে ভাইরাস ছড়ানোর কয়েকটি সম্ভাব্য চিত্র রয়েছে।
এসএসএইচ