নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় জালিয়াতি: গ্রেপ্তার ১৫

২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় জালিয়াতির অভিযোগে দক্ষিণ আফ্রিকায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের বর্তমান ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নামকরা সব নেতারা রয়েছেন।
তারা অবশ্য এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। আইনজীবীরা তাদেরকে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের দায়ে অভিযুক্ত করেছেন। অর্থমূল্যে যার পরিমাণ প্রায় সাত লাখ মার্কিন ডলার। ১৯৯৪ সালে বর্ণবৈষম্য শেষ হওয়ার পর নেলসন ম্যান্ডেলা ছিলেন দেশটির প্রথম কৃষাঙ্গ নেতা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০১৩ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ার পর ২০১৪ সালে প্রথম এই দুর্নীতির অভিযোগগুলো উঠতে থাকে। ইস্টার্ন কেপ প্রদেশের কুনুতে অনুষ্ঠিত ম্যান্ডেলার সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের নানা দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছিলেন।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইস্টার্ন কেপ প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিনদিসওয়া গোম্বা, কয়েকজন ব্যবসায়ী এবং ক্ষমতাসীন এএনসির আরও বেশ কয়েকজন আইনপ্রণেতার বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এছাড়া আঞ্চলিক প্রধান পামলানি কোলো, বাফেলো শহরের সাবেক মেয়র জুকিসওয়া চিতা এবং কাউন্সিল স্পিকার লুলেকা সিমন জেলিও নামও অভিযুক্তদের তালিকায় উঠে এসেছে।

আইনজীবীদের অভিযোগ, যারা শোক জানাতে এসেছিলেন তাদের যাতায়াত ও পরিবহন বাবদ খরচের জন্য ভুয়া অর্থব্যয়ের হিসেব দেখিয়েছে অভিযুক্তরা। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে যেসব ভেন্যুতে স্মরণ-সভার আয়োজন করা হয়েছিল সেখানেও একই রকম অভিযোগ উঠেছে।
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গোটা দক্ষিণ আফ্রিকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় এ ধরনের দুর্নীতি এবং জালিয়াতির খবর অনেককেই বিস্মিত করেছে।
সূত্র: বিবিসি
টিএম