অযোধ্যার সেই মসজিদের ভিত্তিপ্রস্তর ২৬ জানুয়ারি

ভারতের উত্তর প্রদেশের ধর্মীয় বিতর্কিত শহর অযোধ্যায় মন্দিরের পর এবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাচ্ছে। আগামী ২৬ জানুয়ারি দেশটির প্রজাতন্ত্র দিবসে স্থাপন করা হবে প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর।
শনিবার (১৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ভারতের সুন্নি ওয়াকফ বোর্ড গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)। প্রকাশ করা হয় প্রস্তাবিত প্রকল্পের নকশাও।
প্রকাশিত নকশায় দেখা যায়, পুরো মসজিদটি পাশ্চাত্যের স্থাপনাগুলোর আদলে তৈরি করা হবে। ঐতিহ্য মেনে এর মাথায় থাকছে বিশালাকার গম্বুজ। প্রকল্পের মূল ভবনটি আধুনিক স্থাপত্যেরই নিদর্শন। মসজিদ চত্বরে থাকবে পার্কিংয়ের ব্যবস্থা।
মসজিদের পাশে একটি হাসপাতাল স্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে প্রকল্পের প্রধান স্থপতি এস এম আখতার বলেন, হাসপাতালে ৩০০ বেডের ব্যবস্থা থাকবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দেবেন। গোটা মসজিদটি সৌরশক্তিচালিত হবে। ভেতরে তাপমাত্রা বাড়ানো-কমানোর ব্যবস্থা থাকবে।
প্রকল্পের জন্য বরাদ্দ করা পাঁচ একর জমিতে কমিউনিটি কিচেন এবং গ্রন্থাগার নির্মাণ করা হবে বলে জানান তিনি। সেখানে দুঃস্থ মানুষদের দু’বেলা খাওয়ার ব্যবস্থাও থাকবে।
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে হাসপাতাল তৈরির কাজ শুরু হবে বলে জানান এস এম আখতার।
প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বরে অযোধ্যার ধর্মীয় বিতর্কিত স্থানে মন্দির বানানোর পক্ষে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি অযোধ্যার অন্য কোনো ‘বিকল্প স্থানে’ মসজিদ বানানোর জন্য পাঁচ একর জমি বরাদ্দের নির্দেশও দেওয়া হয় রায়ে।
এ বছর আগস্টে করোনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধুমধাম করে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এসআরএস