নষ্ট করার মতো সময় নেই: জলবায়ু প্রসঙ্গে বাইডেন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের জলবায়ু টিমের পরিচয় দিয়ে বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন বর্তমান পৃথিবীর জন্য একটি চরম সংকট। এ নিয়ে নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই।’
বাইডেন বলছেন, জলবায়ু পরিবর্তন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
ট্রাম্প প্রশাসনের মার্কিন নীতিকে বদলে তার প্রশাসনে বাইডেন যেসব বিষয়কে অগ্রাধিকার তালিকায় রাখবেন এর মধ্যে জলবায়ু পরিবর্তন অন্যতম। বাইডেন বলছেন, জলবায়ু পরিবর্তন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথের আগে শনিবার ডেলওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন শহরে তার প্রশাসনের জলবায়ু ও পরিবেশবিষয়ক উপদেষ্টাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বাইডেন।
আমরা চরম একটা সংকটে আছি। নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করতে হবে আমাদের
জো বাইডেন
যদি বাইডেনের মনোনীত ব্যক্তিদেরকে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট অনুমোদন দেয় তাহলে পরিবেশ সুরক্ষা সংস্থায় (ইপিএ) প্রথম কৃষ্ণাঙ্গ এবং মন্ত্রিসভায় প্রথম কোনো ন্যাটিভ আমেরিকানকে পাচ্ছে যুক্তরাষ্ট্র।
জলবায়ু প্রসঙ্গে বাইডেন বলেন, ‘আমরা চরম একটা সংকটে আছি। নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। মহামারি কোভিড-১৯ এর প্রকোপ নিয়ন্ত্রণে আমাদের যেরকম ঐক্যবদ্ধ জাতীয় প্রচেষ্টার প্রয়োজন, ঠিক তেমনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করতে হবে আমাদের।’
শপথ নেওয়ার পর খুব দ্রুত প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনবেন বলে ঘোষণা দিয়েছেন বাইডেন
প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর খুব দ্রুত প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনবেন বলে ঘোষণা দিয়েছেন বাইডেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০১৫ সালে ওবামা প্রশাসনের নেতৃত্বে বৈশ্বিক এই চুক্তি হলেও ট্রাম্প ২০১৬ সালে ক্ষমতায় আসার পর এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।
ওই সময় ওবামা প্রশাসনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা জো বাইডেন বলছেন, ‘প্যারিস চুক্তিতে ফিরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্টকে নিতে চান তিনি।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাইডেন দেশের বনাঞ্চল পুড়ে যাওয়া, মৌসুমি ঝড়, খরা ও বন্যার পরিবর্তনের ভয়াবহ চিত্র তুলে ধরে জরুরি অগ্রাধিকার দিয়ে জলবায়ু সমস্যা নিয়ে কাজ করার কথা বলেন।
উল্লেখ্য, মিশিগান অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জেনিফার গ্র্যানহলমকে জ্বালানিমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে কৃষ্ণাঙ্গ আমেরিকান মাইকেল রিগ্যানকে মনোনয়ন দিয়েছেন বাইডেন।
এএস