দ্বিতীয় সন্তানের খবর দিলেন হ্যারি-মেগান

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মেরকেল দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন। মেগানের সন্তানসম্ভবা হওয়ার এই তথ্য দিয়েছেন তাদের এক মুখপাত্র। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের।
‘বিশ্ব ভালোবাসা দিবসে’ নতুন অতিথির খবর জানিয়ে হ্যারি-মেগান দম্পতি ‘অত্যন্ত আনন্দিত’ বলে জানিয়েছেন ওই মুখপাত্র। উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে এই রাজদম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান আর্কি।
হ্যারি-মেগান দম্পতির মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি, আর্চি বড় ভাই হতে যাচ্ছে।’ আর্চির ভাই বা বোনকে স্বাগত জানাতে তার বাবা-মা হ্যারি ও মেগান প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র জানিয়েছেন, রানি দ্বিতীয় এলিজাবেথ, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলস ও রাজপরিবারের বাকি সবাই ‘আনন্দিত এবং তাদের মঙ্গল কামনা করেছেন’।
গাছের নীচে বিশ্রামরত নিজেদের একটি সাদাকালো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন হ্যারি ও মেগান। যেখানে হ্যারির কোলে মাথা রেখে বিশ্রামরত মেগানের সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি স্পষ্ট।
হ্যারি ও মেগানের যে সন্তান আসছে, সে যুক্তরাজ্যের রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমে আট নম্বর অবস্থানে থাকবে। তবে ঠিক কবে মেগান দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন, তার সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।
গত বছরের নভেম্বরে ব্রিটিশ রাজবধূ ও মার্কিন অভিনেত্রী মেগান মেরকেল এক নিবন্ধে জুলাইয়ে নিজের গর্ভপাত হওয়ার মতো ‘প্রায় অসহনীয় দুঃখবোধের’ কথা লিখেছিলেন। এর কয়েক মাস পর এ সংবাদ জানা গেল।
এএস