দামি বই-ইউনিফর্ম কিনতে বাধ্য করা যাবে না শিক্ষার্থীদের

নির্দিষ্ট দোকান থেকে বেশি দামে বই এবং ইউনিফর্ম কিনতে বাধ্য করা যাবে না শিক্ষার্থীর অভিভাবকদের। তারপরও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যদি ইউনিফর্ম ও দামি বই কিনতে অভিভাবকদের বাধ্য করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার।
এক টুইট বার্তায় মণীশ সিসোদিয়ার বলেন, ‘দিল্লির বেসরকারি স্কুলগুলো আর তাদের নিজস্ব দোকান থেকে বই এবং ইউনিফর্ম কিনতে বাধ্য করতে পারবে না অভিভাবকদের। প্রতিটি স্কুলকে কমপক্ষে পাঁচটি আশেপাশের দোকানের একটি তালিকা জারি করতে হবে যেখান থেকে বই এবং কাপড় কেনা যাবে। আদেশ অমান্যকারী বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষা অধিদপ্তরের আদেশে বলা হয়েছে, যেহেতু বেসরকারি স্কুলগুলো ট্রাস্ট বা সোসাইটি দ্বারা ‘না লাভ, না ক্ষতি’র ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে, তাই বিদ্যালয়গুলোর ‘লাভ ও বাণিজ্যিকীকরণের সুযোগ নেই’। এতে বলা হয়েছে, বেসরকারি স্কুলগুলোকে অবশ্যই অভিভাবকদের তাদের পছন্দের যেকোনো জায়গা থেকে বই বা পড়াশোনার উপকরণ এবং ইউনিফর্ম কেনার স্বাধীনতা দিতে হবে। আদেশে স্কুলগুলোকে পরবর্তী সেশনের জন্য বইয়ের ক্লাসভিত্তিক তালিকা এবং ইউনিফর্ম স্পেসিফিকেশন স্কুলের ওয়েবসাইটে আগে থেকেই দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের কাছাকাছি অন্তত পাঁচটি দোকানের নাম, ঠিকানা এবং টেলিফোন নম্বর দিতে হবে, যাতে সেখান থেকে বই এবং ইউনিফর্ম কিনতে পারেন অভিভাবকরা।
এসকেডি