কঙ্গোতে নৌকাডুবে ৬০ মৃত্যু, নিখোঁজ কয়েকশ

গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর (ডিআরসি) কঙ্গো নদীতে নৌকাডুবে কমপক্ষে ৬০ জন মারা গেছেন। নিখোঁজ আরও কয়েকশ যাত্রী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্টিভ এমবিকাই।
সোমবার রাতে ডিআরসির মাই-এনডোবে রাজ্যের লঙ্গোলা একোতি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে উল্লেখ করে এমবেকাই বলেন, ‘ওই নৌযানটিতে মোট ৭০০ যাত্রী ছিলেন। এখন পর্যন্ত উদ্ধারকারী দল ৬০ জনের মরদেহ এবং ৩০০ জনকে জীবিত উদ্ধার করেছেন। বাকিদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।
মাই-এনডোবের রাজধানী শহর কিনশাসা থেকে একুয়াটর প্রদেশের উদ্দেশে যাত্রা শুরু করা নৌযানটি ডুবে যাওয়ার প্রধান কারণ উল্লেখ করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘মূলত অতিরিক্ত যাত্রী ও মালপত্র বহন করার কারণেই ডুবেছে লঞ্চটি। এছাড়া রাতে নোযান চলাচলের বিষয়ে চালকদের অদক্ষতাও এই দুর্ঘটনার জন্য দায়ী।’
খনিজসম্পদ সমৃদ্ধ আফ্রিকার দেশ ডিআরসির নৌযানগুলোর অতিরিক্ত যাত্রীবহনের প্রবণতার কারণে নিয়মিতই দেশটিতে নৌদুর্ঘটনা ঘটে। অধিকাংশ সময় নৌযানগুলোর যাত্রীরা লাইফজ্যাকেট পরার বিষয়েও উদাসীন থাকেন।
গতমাসে দেশটির কিভু হ্রদে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়েছিল। এর আগে ২০২০ সালের মে মাসে ওই কিভু হ্রদেই নৌকাডুবে মারা গিয়েছিলেন ১০ জন।
তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে নৌকাডুবির ঘটনায় সবচেয়ে বড় প্রাণহানির ঘটনাটি ঘটেছিল ২০১০ সালে। ওই বছর জুলাই মাসে ডিআরসির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বান্দুদুতে নৌকাডুবির ঘটনায় সলিল সমাধি হয়েছিল ১৩৫ জন যাত্রীর।
সূত্র: আলজাজিরা
এসএমডব্লিউ