মানহানির মামলায় ভারতের সাবেক প্রতিমন্ত্রী আকবরের হার

এক নারী সাংবাদিকের বিরুদ্ধে মানহানির বহুল আলোচিত মামলায় হেরে গেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর। যৌন হয়রানির অভিযোগ করায় ভারতের সাবেক এই প্রতিমন্ত্রী প্রিয়া রমানি নামের ওই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির যে মামলা করেছিলেন; প্রায় তিন বছর পর বুধবার সেই মামলায় প্রিয়াকে খালাস দিয়েছেন দেশটির একটি আদালত।
বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির স্বীকারোক্তি নিয়ে অনলাইনে যে আন্দোলন (#মি টু) শুরু হয়েছিল ২০১৭ সালে; সেই ঢেউয়ে মুখ খুলেছিলেন ভারতের অনেক নারীও। ২০১৮ সালে ভারতীয় এই সাংবাদিক দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন; দেশটিতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি নিয়ে তিনিই প্রথম মুখ খোলেন।
দেশটির প্রভাবশালী এই সাংবাদিক ২০১৬ সালে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত হন। সাংবাদিক থাকাকালীন এমজে আকবর প্রিয়া রমানিকে যৌন হয়রানি করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রিয়া রমানির অভিযোগের পর দেশজুড়ে তুমুল সমালোচনা শুরু হলে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এমজে আকবর। একই সঙ্গে এক সময়ের দাপুটে এই সাংবাদিক প্রিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন।
আদালতের বিচারকরা বুধবার প্রিয়াকে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার পর বলেছেন, ‘যৌন হয়রানির অভিযোগ তোলার জন্য একজন নারীকে শাস্তি দেওয়া যায় না। নারীদের যেকোনও সময়ে যেকোনও ফোরামে যেকোনও ধরনের অভিযোগ তোলার অনুমতি দেয় ভারতীয় সংবিধান।’
আদালত রায় ঘোষণার পর প্রিয়া রমানি বলেন, ‘কর্মক্ষেত্রে যেসব নারী যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি তাদের পক্ষে লড়ছেন।’
২০১৭ সালে হলিউডের চলচ্চিত্র মুঘল হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন বেশ কয়েকজন অভিনেত্রী। তার পর একে একে মুখ খোলেন অন্যরা। পরে যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে যখন নারীরা তাদের যৌন হয়রানির অভিজ্ঞতার কথা অনলাইনে #মি টু হ্যাশট্যাগে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে; তাতে উৎসাহ পেয়ে নিজের নিপীড়নের কথা সামনে আনেন প্রিয়া।
২০১৮ সালে প্রিয়া এক নিবন্ধে বলেছিলেন, তার বয়স যখন ২৫ বছর তখন আকবর তাকে মুম্বাইয়ের একটি হোটেলে ডেকেছিলেন। প্রায় ২০ বছর আগে চাকরির সাক্ষাৎকারের জন্য ডেকে সেখানে তাকে যৌন-নিপীড়ন করেন আকবর। প্রিয়া লেখেন, আপনি জানেন কীভাবে জড়িয়ে ধরেছিলেন, চিমটি কেটেছিলেন এবং নিপীড়ন করেছিলেন।
কিন্তু যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে প্রিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন আকবর। সেই মামলায় আজ অব্যাহতি পেয়েছেন ভারতের এই নারী সাংবাদিক।
সূত্র: এএফপি, এনডিটিভি।
এসএস