বিশ্বব্যাপী করোনা সংক্রমণ কমেছে ১৬ শতাংশ

সারা বিশ্বে করোনার সংক্রমণ ১৬ শতাংশ কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, গত পাঁচ সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণ কমছে। এসময়ে সংক্রমণ রীতিমতো অর্ধেকে নেমে এসেছে। আর গত সপ্তাহে বিশ্বব্যাপী ভাইরাসের সংক্রমণ কমেছে ১৬ শতাংশ।
ডব্লিউএইচও জানিয়েছে, গত সপ্তাহে মৃত্যুর হারও কমেছে ১০ শতাংশ। এই সময়ের ব্যবধানে মারা গেছেন ৮১ হাজার মানুষ। গত রোববার থেকে পূর্ববর্তী এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব পরিসংখ্যান তুলে ধরেছে সংস্থাটি। ওই এক সপ্তাহের ব্যবধানে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, আফ্রিকায় সংক্রমণ কমেছে ২০ শতাংশ, পশ্চিম প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলে সংক্রমণ কমেছে ২০ শতাংশ। ইউরোপে কমেছে ১৮ শতাংশ, আমেরিকায় কমেছে ১৬ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ শতাংশ। তবে এই সময়ের মধ্যে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ বেড়েছে। এ অঞ্চলে করোনার সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ। এছাড়া রাশিয়ায় ১১ শতাংশ, যুক্তরাষ্ট্রে ২৩ শতাংশ এবং যুক্তরাজ্যে ২৭ শতাংশ সংক্রমণ কমেছে।
সংস্থাটি জানিয়েছে, ব্রিটেনে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটি এখন পর্যন্ত ৯৪টি দেশে ছড়িয়েছে। গত এক সপ্তাহে ভাইরাসের এই ধরনটি নতুন করে ছড়িয়েছে আরও আটটি দেশে। এছাড়া দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ধরনটি ছড়িয়েছে ৪৬টি দেশে। এক সপ্তাহে নতুন আরও দু’টি দেশে ছড়িয়েছে এই ধরনটি। অন্যদিকে নতুন আরও ৬টি দেশসহ ব্রাজিলে বা জাপানে শনাক্ত ধরনটি এখন পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১টি দেশে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জন্স হপকিন্স ইউনিভার্সিটি (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৪ লাখ ২৯ হাজার ৬৬৯ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ৫৫৫ জনে।
সূত্র: ইউএননিউজ
টিএম