বিক্ষোভের ভিডিও ধারণ, বেলারুশে ২ সাংবাদিকের কারাদণ্ড

বিক্ষোভের ভিডিও ধারণের দায়ে বেলারুশের দুই সাংবাদিককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোবিরোধীদের বিক্ষোভ ক্যামেরাবন্দি করায় বৃহস্পতিবার পোল্যান্ডভিত্তিক টেলিভিশন চ্যানেল বেলসাতের ওই দুই সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়।
গত বছরের নভেম্বরে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন বিক্ষোভকারী মারা যাওয়ার পর বিক্ষোভের দাবানল দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভের ভিডিও ধারণের দায়ে বেলসাতের দুই সাংবাদিক ক্যাটসিয়ারিনা আন্দ্রেইয়েভা (২৭) এবং দারিয়া চুলৎসোভাকে আটক করে বেলারুশের পুলিশ।
সেই সময় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ওই দুই সাংবাদিককে আটকের ঘটনায় নিন্দা জানায়। সাজানো পরিকল্পনার মাধ্যমে বিক্ষোভের আয়োজন করে তা ভিডিওতে ধারণের অভিযোগ আনা হয় এই দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে। কিন্তু তারা দু’জনই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
শুনানির সময় আদালতে জব্দকৃত একটি ভিডিও ক্যামেরা, একটি মাইক্রোফোন, মোবাইল ফোন, প্রেস জ্যাকেট উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার আদালতে শুনানির সময় উপস্থিত ছিলেন এ দুই নারী সাংবাদিক।
বিচারক তাদের বিরুদ্ধে দুই বছরের করে কারাদণ্ড ঘোষণা করলেও দুই আঙুল উঁচিয়ে বিজয় চিহ্ন দেখান তারা।
গত বছরের আগস্টে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির মাধ্যমে লুকাশেঙ্কো বিজয়ী হয়েছেন বলে অভিযোগ তোলেন বিরোধীরা। পরে দেশজুড়ে বিরোধীরা তীব্র বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলাবাহিনী সহিংস অভিযানের মাধ্যমে দমনের চেষ্টা করে। সেই সময় ৩৩ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে দেশটির নিরাপত্তাবাহিনী।
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালানোর অভিযোগে মিনস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্বের অনেক দেশ। ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাফার জোন হিসেবে পরিচিত বেলারুশের এই প্রেসিডেন্ট মস্কোর অব্যাহত সমর্থনে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় আসেন লুকাশেঙ্কো।
সূত্র: রয়টার্স।
এসএস