করোনা : আফ্রিকায় প্রাণহানি লাখ ছাড়াল

করোনাভাইরাসে আফ্রিকা মহাদেশে মোট প্রাণহানির সংখ্যা লাখ ছাড়িয়েছে। যদিও অন্যান্য মহাদেশে করোনায় মৃত্যুর তুলনায় আফ্রিকায় মৃত্যুর সংখ্যাটা অনেক কম। তবে দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধির কারণে আফ্রিকার দেশগুলোর হাসপাতাল রোগীতে পূর্ণ হয়ে উঠছে।
আফ্রিকা মহাদেশের দেশগুলোতে করোনায় মোট এক লাখ ৩৫৪ জনের প্রাণহানি হয়েছে। তবে উত্তর আমেরিকা এবং ইউরোপের তুলনায় তা কম। উত্তর আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা ৫ লাখের বেশি। অন্যদিকে ইউরোপে মৃত্যু নয় লাখ ছুঁই ছুঁই করছে।
তবে আফ্রিকাজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে। এতে শীর্ষে রয়েছে আফ্রিকার অর্থনীতির ‘পাওয়ারহাউস’ হিসেবে খ্যাত দেশ দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় দফায় করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে দেশটিতে করোনার নতুন একটি অতি-সংক্রামক ধরন শনাক্ত হওয়ার পর করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী। এতে হাসপাতালে করোনায় প্রাণহানিও অনেকটা বেড়েছে।
আফ্রিকা মহাদেশে করোনার টিকাদান কর্মসূচি বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বয়কারী রিচার্ড মিহিগো রয়টার্সকে বলেন, ‘ঊর্ধ্বমুখী এসব সংক্রমণের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। বেশ কিছু দেশ ভাইরাসটির প্রকোপ মোকাবিলায় এখন হিমশিম খাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখছি অনেক দেশে অক্সিজেনের সংকট দেখা দিয়েছেন। এতে ভাইরাসটির প্রকোপ নিয়ন্ত্রণের বিষয়টি মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে করোনায় গুরুতর রোগীদের চাপ সামলানো মুশকি হয়ে উঠছে দিনকে দিন।’
রয়টার্সের হিসাব অনুযায়ী আফ্রিকায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ২ দশমিক ৬ শতাংশের কাছাকাছি; যা বিশ্বে করোনায় গড় মৃত্যুহার ২ দশমিক ৩ শতাংশের চেয়ে বেশি। অথচ প্রথম দফার সংক্রমণে আফ্রিকায় করোনার মৃত্যুহার ছিল ২ দশমিক ৪ শতাংশ।
এএস