করোনার তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন দিল রাশিয়া

দেশে ব্যবহারের জন্য করোনাভাইরাসের তৃতীয় আরেকটি ভ্যাকসিন কোভিভ্যাকের অনুমোদন দিয়েছে রাশিয়া। শনিবার দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে করোনার এই ভ্যাকসিনের অনুমোদনের তথ্য জানিয়েছেন।
যদিও রাশিয়ার শুমাকভ সেন্টারের উদ্ভাবিত করোনাভাইরাসের এই ভ্যাকসিনের ব্যাপক পরিসরের তৃতীয় ধাপের পরীক্ষা এখনও শুরু হয়নি। মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের স্পুটনিক-৫ সহ রাশিয়া ইতোমধ্যে করোনাভাইরাসের আরও দুটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। শেষ ধাপের পরীক্ষার ফল প্রকাশের আগেই এ দুটি ভ্যাকসিনেরও অনুমোদন দেয় রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
তৃতীয় ধাপের পরীক্ষার ফল ছাড়াই রাশিয়া ভ্যাকসিনের অনুমোদন দেওয়ায় তা নিয়ে পশ্চিমা বিশ্বের অনেক বিজ্ঞানী উদ্বেগ প্রকাশ করেন। রাশিয়া স্পুটনিক-৫ ভ্যাকসিনের অনুমোদন দেয় গত আগস্টে এবং এই ভ্যাকসিনটির শেষ ধাপের পরীক্ষা শুরু হয় সেপ্টেম্বরে। প্রাথমিক পরীক্ষায় ভ্যাকসিনটি ৯১ দশমিক ৪ শতাংশ কার্যকর প্রমাণিত হওয়ার পর গত ডিসেম্বরে দেশটিতে গণহারে প্রয়োগের অনুমতি দেওয়া হয়।
রাশিয়া চলতি বছরের প্রথমার্ধে ৮ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন উৎপাদন করবে বলে শনিবার দেশটির উপ-প্রধানমন্ত্রী গোলিকোভা ঘোষণা দিয়েছেন। এর মধ্যে স্পুটনিক-৫ ভ্যাকসিনের ৮ কোটি ৩০ লাখ ডোজ থাকবে।
গত ১০ ফেব্রুয়ারি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, অনুমোদন পাওয়ার পর থেকে দেশে স্পুটনিক-৫ ভ্যাকসিনের প্রথম ডোজ ২০ লাখের বেশি মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে। এছাড়া নোভোসিবিরস্কের ভেক্টর ইনস্টিটিউটের তৈরি করোনার আরেকটি ভ্যাকসিনেরও অনুমোদন দেয় রাশিয়া।
আজ রাশিয়াই একমাত্র দেশ; যাদের করোনাভাইরাসের তিনটি ভ্যাকসিন আছে।
রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন
স্নায়ুযুদ্ধের সময় মার্কিন বিজ্ঞানী আলবার্ট সাবিনের সঙ্গে কাজের জন্য বিখ্যাত রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের মিখাইল চুমাকভ ১৯৫৫ সালে দ্য চুমাকভ সেন্টার প্রতিষ্ঠা করেন। দেশটিতে এই সেন্টার এর আগে ব্যাপক পরিসরে ব্যবহারের জন্য পোলিও ভ্যাকসিন উৎপাদন করে।
নতুন ভ্যাকসিনের ব্যাপারে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেছেন, আগামী মার্চের মধ্যেই কোভিভ্যাকের প্রথম ধাপের এক লাখ ২০ হাজার ডোজ উৎপাদন এবং প্রয়োগের জন্য বিতরণ করা হবে। পরে চুমাকভ সেন্টার প্রত্যেক মাসে এই ভ্যাকসিনের আরও প্রায় ৫ লাখ ডোজ উৎপাদন করবে।
রাশিয়া চলতি বছরের প্রথমার্ধে ৮ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন উৎপাদন করবে বলে শনিবার দেশটির উপ-প্রধানমন্ত্রী গোলিকোভা ঘোষণা দিয়েছেন। এর মধ্যে স্পুটনিক-৫ ভ্যাকসিনের ৮ কোটি ৩০ লাখ ডোজ থাকবে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে রাশিয়ায় এখন পর্যন্ত ৪১ লাখ ৫১ হাজারের বেশি মানুষ আক্রান্ত এবং ১২ হাজার ৯৫৩ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত ছাড়িয়েছে ১১ কোটি ১২ লাখ ৯৯ হাজার এবং মারাে গেছেন ২৪ লাখ ৬৫ হাজারের বেশি।
সূত্র: রয়টার্স।
এসএস