তৃণমূলের স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’

‘দিদিকে বলো’ ও ‘বাংলার গর্ব মমতা’র পর আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানে নির্বাচনী মাঠে নেমেছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলটি তাদের দলীয় কার্যালয় তৃণমূল ভবনে অনুষ্ঠান করে স্লোগানটি উন্মোচন করেছে।
রীতিমতো করপোরেট ধাঁচের অনুষ্ঠানে নির্বাচনী স্লোগান উন্মোচন করেছে দলটি। তাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও সুব্রত বক্সী, কাকলী ঘোষ দস্তিদার, ডেরেক ও’ব্রায়েন ও সুব্রত মুখোপাধ্যায়ের মতো প্রথম সারির নেতার।
কলকাতাজুড়ে ইতোমধ্যে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ শীর্ষক বেশ কিছু ব্যানারও চোখে পড়েছে। বিজেপিবিরোধী বাগযুদ্ধে সরগরম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। ঘন ঘন পশ্চিমবঙ্গে সফর করছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতারা।
বিজেপির কেন্দ্রীয় নেতাদেরকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ঘরের মেয়ে’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। এদিকে বিজেপিও প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে।

স্লোগান উন্মোচন অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী তথা সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রী পদে যখন বিরোধীরা মুখ খুঁজে চলেছে, আমাদের তখন একটাই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষ তাকে আবারও গ্রহণ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’
মমতার ভাইপো ও তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলার মাটির সঙ্গে তার টান আছে। বিগত এক দশকে বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে উন্নয়নের জোয়ার এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলা এবারও তার নিজের মেয়েকেই চায়।’
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি বলেন, ‘কঠিন নির্বাচন নয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে এই নির্বাচনের দিকে। এই স্লোগানের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছাবে তৃণমূল।’
তৃণমূল সূত্রে খবর, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ছাড়াও নতুন বেশ কয়েকটি স্লোগান নিয়ে এবারের ভোটের মাঠে মূলত বিজেপির বিরুদ্ধে লড়বে রাজ্যটির শাসক দল। যেসব স্লোগানে মমতার রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপগুলো তুলে ধরা হবে।
এএস