সেনাবাহিনীতে চাকরির দরজা খুলল সৌদি নারীদের

সেনাবাহিনীতে নারী সদস্যদের অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। সোমবার সৌদি পত্রিকা আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত শারীরিক উচ্চতা ও ওজন রয়েছে যেসব নারীর, তারা চলতি বছরই দেশটির সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
প্রতিবেদনে বলা হয়—সৈনিক, ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সার্জেন্ট ও স্টাফ সার্জেন্ট পদে আবেদন করতে পারবেন আগ্রহী সৌদি নারীরা। হাইস্কুল উত্তীর্ণ হওয়াকে আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ধরা হয়েছে।
তবে যেসব সৌদি নারী বিদেশী নাগরিক বিয়ে করেছেন—তারা আবেদন করতে পারবেন না।
সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান তার দেশকে আরব বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে তুলতে চান।
এ লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার, যার ফলে ধীরে ধীরে দেশটির নারীদের কর্মসংস্থানের ক্ষেত্র উন্মুক্ত হচ্ছে।
সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ বিষয়ক পরিকল্পনা ২০১৯ সাল থেকেই শুরু করেছিল সৌদি সরকার। দেশের বাইরে যেতে হলে পুরুষ আত্মীয়ের অনুমতি নেওয়ার যে বাধ্যবাধকতা দেশটির নারীদের ওপর ছিল, ওই বছর এক সরকারি আদেশে সেটিও রদ করা হয়।
আগের বছর ২০১৮ সালে সৌদি নারীদের গাড়ি ড্রাইভ করার অনুমতি দেয় সরকার। আরব বিশ্বের অন্যান্য দেশ আগেই নারীদের গাড়ি ড্রাইভিঙের অনুমোদন দিলেও ২০১৮ সালের আগ পর্যন্ত সৌদি আরবে কোনো নারী গাড়ি ড্রাইভ করলে আইন ভাঙার জন্য তাকে শাস্তি পেতে হতো।
মার্কিন পত্রিকা ব্লুমবার্গের অর্থনৈতিক বিশ্লেষণ বলছে, এই আদেশের ফলে আগামী ২০৩০ নাগাদ সৌদি অর্থনীতিতে অন্তত ৯০ বিলিয়ন ডলার যোগ হবে।
গত দু’-তিন বছর ধরে সৌদি আরবের শপিং মলগুলোতে ক্যাশিয়ারসহ বিভিন্ন পদে উল্লেখযোগ্যসংখ্যক নারী কাজ করছেন। এছাড়া রেস্তোঁরা ও কফিশপগুলোতেও ব্যবস্থাপনাবিষয়ক পদগুলোতেও সৌদি নারীদের উপস্থিতি বাড়ছে দিন দিন।
গতবছর দেশটির আইন ও বিচারবিষয়ক মন্ত্রণালয় সরকারি দলিল ও নথিপত্র বিভাগে ১০০ নারীকে নিয়োগ দিয়েছে। ওই মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, শিগগিরেই বিচারক পদেও নারীদের নিয়োগ দেওয়া শুরু হবে।
সৌদি আরবে ব্যাপক সংখ্যায় নারীদের সরাসরি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া শুরু হয় ২০১১ সালে। ওই বছর দেশটির নারীদের অব্যাহত দাবির মুখে একটি আইন পাস করে তৎকালীন সৌদি সরকার, যেখানে বলা হয়—যেসব দোকানে নারীদের অন্তর্বাস ও প্রসাধন সামগ্রী বিক্রি হয়, সেগুলোতে অবশ্যই নারী কর্মচারী ও বিক্রয়কর্মী নিয়োগ করতে হবে।
সূত্র: আলজাজিরা
এসএমডব্লিউ