করোনা: চারদিন পর ভারতে শনাক্ত ২০ হাজারের নিচে, মৃত্যু ৫১

টানা চারদিন ধরে ভারতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ২০ হাজারের ওপরে থাকলেও গত একদিনে এক লাফে তা অনেকটাই কমে এসেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা রয়েছে ১৭ হাজারের ঘরে। তবে বেড়েছে দৈনিক সংক্রমণের হার।
এদিকে আগের দিনের তুলনায় ভারতে মৃতের সংখ্যা বেড়েছে। সোমবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৫ জন। যেখানে আগেরদিন দেশটিতে করোনা আক্রান্তের সংখ্য়া ছিল ২০ হাজার ৫২৮ জন।
রাজ্যভিত্তিক সংক্রমণের শীর্ষ রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। করোনা আক্রান্তের দিক দিয়ে পশ্চিমবঙ্গের পরই রয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা।
গত ২৪ ঘণ্টায় এই রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০৪ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩১৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এছাড়া মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিতেও কিছুটা উন্নতি দেখা দিয়েছে।
অন্যদিকে সংক্রমণ কমলেও ভারতজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫১ জনের। রোববার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৯ জন। এতে করে করোনা মহামারির শুরু থেকে দেশটিতে কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৫ হাজার ৭৬০ জনে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কেরালায়। এই সময়ের মধ্যে রাজ্যটিতে ২৯ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া পশ্চিমবঙ্গে পাঁচ জন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও আসামে তিন জন করে এবং দিল্লি, কর্নাটক, তামিলনাড়ু, পাঞ্জাব, ছত্তীশগঢ়, মণিপুর, সিকিম ও নাগাল্যান্ডে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে ৬.৪৮ শতাংশে। রোববার দৈনিক সংক্রমণের এই হার ছিল ৫.২৩ শতাংশ। একদিনে যত জন মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়।
পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা কমলেও এখনও দুই হাজারের ওপরেই রয়েছে রাজ্যটির করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। রোববার সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে মারা গেছেন ৫ জন। অবশ্য মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে।
এদিকে কোভিডের সংক্রমণ একটু ঊর্ধ্বমুখী হতেই ভারতে বুস্টার ডোজের ওপর জোর দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৭৫ দিনের জন্য প্রাপ্ত বয়স্কদের বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে টিকাদানের সংখ্যায় ভারত গতকালই ২০০ কোটির মাইলফলক পার করেছে। এই নিয়ে টুইট করে গোটা দেশকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদমাধ্যম বলছে, ভারতজুড়ে এখন পর্যন্ত ২০০ কোটি ৪ লাখ ৬১ হাজার ৯৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৬৯ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৫১০ জন। বর্তমানে ভারতে সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ।
টিএম