তামাকজাত দ্রব্যের প্যাকেজিংয়ে নতুন নির্দেশনা ভারতের

সিগারেটসহ বিভিন্ন তামাকজাত দ্রব্যের প্রতি জনগণকে নিরুৎসাহিত করতে নতুন নির্দেশনা দিয়েছে ভারত সরকার। নির্দেশনায় দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তামাকজাত দ্রব্যের প্যাকেটে নতুন সতর্কবাণী হিসেবে লেখা হবে ‘তামাক বেদনাদায়ক মৃত্যু ঘটায়’। সঙ্গে একটি নতুন ছবিও ছাপতে হবে।
আগামী ১ ডিসেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে। দেশি-বিদেশি সব প্রতিষ্ঠানকে এটি মানতে বলেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কার্যকরের পর থেকে এক বছরের জন্য এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এছাড়া, ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে আমদানি করা অথবা প্যাকেজ করা তামাকজাত দ্রব্যগুলোর প্যাকেটে লেখা হবে নতুন সতর্কবাণী। সেখানে লেখা হবে ‘তামাক ব্যবহারকারীরা কম বয়সে মারা যায়’। এই সতর্কবাণীর সঙ্গেও একটি ছবি থাকবে প্যাকেটে।
গত ২১ জুলাই সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য (প্যাকেজিং এবং লেবেলিং) বিধি, ২০০৮-এ একটি সংশোধনী দেয় ভারত সরকার। এর মাধ্যমে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন স্বাস্থ্য সতর্কতাগুলো সম্পর্কে সবাইকে অবহিত করে।
ভারতের সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য (প্যাকেজিং এবং লেবেলিং) তৃতীয় সংশোধনী বিধি, ২০২২-এর অধীনে সংশোধিত নিয়মগুলো আগামী ১ ডিসেম্বর কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ব্যক্তি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সিগারেট অথবা যে কোনো তামাকজাত পণ্যের উৎপাদন, উৎপাদন সরবরাহ, আমদানি অথবা বিতরণে নিযুক্ত থাকলে তারা নিশ্চিত করবে যে সব তামাক পণ্যের প্যাকেজে নির্দিষ্ট স্বাস্থ্য সতর্কতাগুলো সঠিকভাবে ব্যবহার করা হয়েছে।
এমএইচএস