সরিয়ে নেওয়া হলো ১৩৯ বছরের বাড়ি, থাকল অক্ষত

কখনও দেখেছেন ব্যস্ত রাস্তায় এগিয়ে চলেছে একটি আস্ত বাড়ি? হয়তো বেশিরভাগ মানুষই দেখেন নাই। কিন্তু রোববার সকালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের এক রাস্তায় এমনই এক দৃশ্য দেখা গেল। সবুজ রঙের ৮০ ফুট দৈর্ঘ্যের একটি বাড়ি এক এলাকা থেকে চলে গেল অন্য এলাকায়; একেবারে অক্ষত অবস্থায়।
আসলে চলে যায়নি। গত ৮ বছর ধরে বাড়িটিকে সরানোর প্রস্তুতি চলছিল। রোববার সেই কাজটিই সম্পন্ন হয়েছে। বাড়ি সরানোর এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফ্র্যাঙ্কলিন স্ট্রিটে ১৩৯ বছর ধরে ‘ইংল্যান্ডার হাউস’ নামে একটি বাড়ির অবস্থান ছিল। যাতে রয়েছে ৬টি শোয়ার ঘর এবং তিনটি গোসলখানা। কিন্তু ঐতিহাসিক সেই ঘর না ভেঙে সরানোর প্রয়োজন হয়। গত কয়েক বছর ধরে তার প্রস্তুতি চলছিল।
6-bedroom, 3-bath Victorian - approximately 80 feet in length. 139-years-old built w/ tight grain & lumber from 800-year-old trees. She’s moving 6 blocks from Franklin to Fulton down a one-way street the opposite direction.
— Anthony Venida (@AnthonyVenida) February 21, 2021
The terrestrial equivalent of the Mars rover landing! pic.twitter.com/OjJ8FhZzoB
আর এই ঘরটি সরিয়ে নিতে গিয়ে রাস্তার দুই পাশের গাছের ডাল ছেঁটে দেওয়ার পাশাপাশি পার্কিংয়ের জায়গা খালি করে রাস্তা চওড়া করা; এমনকি বিদ্যুতের তারও সরিয়ে ফেলা হয়। যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় বাড়িটিকে, সেটি ছিল একমুখী। এই পথ ধরে উল্টো দিকে বাড়িটি নতুন ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।
হাইড্রোলিক ডলিতে তুলে ধীরগতিতে বাড়িটি ফ্র্যাঙ্কলিন স্ট্রিট থেকে ৭ ব্লক দূরে ফুলটনে নিয়ে যাওয়া হয়। রিমোট কন্ট্রোলের সাহায্যে বাড়ি-সহ ডলিগুলোকে প্রতি ঘণ্টায় ১ মাইল গতিতে নিয়ে যাওয়া হয়। আস্ত একটি বাড়ির এমন যাত্রা দেখতে রাস্তায় প্রচুর মানুষ দাঁড়িয়ে যান। তারা মোবাইলে সেই বিরল দৃশ্য রেকর্ড করেন। পরে যা ভাইরাল হয়ে যায়।
টুইটারে একজন এই ভিডিওর নিচে মন্তব্য করেছেন, আপনার চোখ যা দেখে, এটি সেগুলোর একটি। কিন্তু আপনার মস্তিষ্ক একেবারে এটি মেনে নিতে চাইবে না। আরেকজন লিখেছেন, অবিশ্বাস্য! ইঞ্জিনিয়ারিংয়ের কি অদ্ভূত কৌশল!
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার।
এসএস