কোয়ারেন্টাইন না মেনে রাত্রিযাপন, সিঙ্গাপুরে প্রেমিক-প্রেমিকার জেল

প্রেমিকার সঙ্গে দেখা করতে হোটেল কক্ষ ছেড়ে কোয়ারেন্টাইনের বিধি লঙ্ঘনের দায়ে ব্রিটেনের এক নাগরিককে দুই সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত। একই সঙ্গে তাকে আরও এক হাজার সিঙ্গাপুরের ডলার জরিমানা করা হয়েছে বলে শুক্রবার খবর দিয়েছে বিবিসি।
করোনাভাইরাস মহামারির লাগাম টানতে সিঙ্গাপুরে বিদেশিদের জন্য কোয়ারেন্টাইনের কঠোর বিধান রয়েছে। দেশটিতে পৌঁছানোর পর বিদেশিদের অন্তত ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হয়। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে প্রেমিকা আগাথা মাঘেশ এয়ামালাইয়ের সঙ্গে রাত্রিযাপনের জন্য এসে সেই নিয়ম মানেননি ব্রিটিশ নাগরিক নাইজেল কিয়া (৫২)। বর্তমানে তারা বিবাহিত।
সরকারি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ও মাস্ক না পরার দায়ে চলতি মাসের শুরুর দিকে কিয়াকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের নথিতে বলা হয়েছে, প্রেমিকার সঙ্গে রাত্রিযাপনের জন্য ব্রিটেন থেকে এসে রিৎজ কার্লটন মিলেনিয়া সিঙ্গাপুর হোটেলে উঠেছিলেন কিয়া।
সিঙ্গাপুরে বসবাস করা সত্ত্বেও একই হোটেলে উঠেছিলেন এয়ামালাই। ওই সময় কোয়ারেন্টাইনের বিধি লঙ্ঘন করে এয়ামালাইয়ের কক্ষে অন্তত তিনবার গিয়েছিলেন কিয়া।
কোয়ারেন্টাইন বিধি লঙ্ঘন করায় শুক্রবার সিঙ্গাপুরের আদালত নাইজেলকে দুই সপ্তাহ এবং এয়ামালাইকে এক সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন।
বিবিসি বলেছে, এয়ামালাই দেশটির সরকারি নিয়ন্ত্রণ আদেশ লঙ্ঘনের অভিযোগ স্বীকার করেছেন। প্রেমিকার সঙ্গে রাত কাটাতে হোটেলের সিঁড়ি বেয়ে তার কক্ষে যান কিয়া। এয়ামালাই তার কক্ষের জরুরি দরজা খুলে দেন। পরে একই কক্ষে তারা ৯ ঘণ্টা কাটান।
অভিযোগে বলা হয়েছে, এছাড়াও যুক্তরাজ্যের সাউদাম্পটনের বাসিন্দা কিয়াকে ওই হোটেলের করিডরে দু’বার ঘোরাফেরা করতে দেখা যায়।
করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে বিশ্বের অল্প কয়েকটি দেশ সফল হয়েছে; সিঙ্গাপুর সেসব দেশের অন্যতম একটি। দেশটিতে বসবাসরত নিম্ন আয়ের অভিবাসী শ্রমিকদের মধ্যে বড় ধরনের প্রাদুর্ভাব সত্ত্বেও গত কয়েক মাস ধরে সিঙ্গাপুরে করোনার স্থানীয় সংক্রমণের হার অত্যন্ত নিম্ন রয়েছে।
এসএস