নেপালে ভারত সরকারের অর্থায়নে নির্মিত স্কুল উদ্বোধন

নেপালে ভারত সরকারের অর্থায়নে নির্মিত একটি স্কুল উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী বাল কৃষ্ণ খন্ড যৌথভাবে এই স্কুলটি উদ্বোধন করেন।
শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। নেপালে ভারতীয় দূতাবাসের একটি প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে এতে বলা হয়েছে, ভারত সরকারের অর্থায়নে নির্মিত এই প্রকল্পটির নাম শ্রী রাম নরেশ যাদব আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ল্যাবরেটরি ভবন।
এই প্রকল্পে ভারত সরকারের ব্যয় হয়েছে ২ কোটি ৯ লাখ নেপালি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। নেপালের রূপানদেহি জেলার রোহিনী গ্রামীণ পৌরসভার ধাকধাই গ্রামে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

দ্য প্রিন্ট বলছে, এই প্রকল্পটি ভারত-নেপাল উন্নয়ন সহযোগিতার অধীনে হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এইচআইসিডিপি) হিসাবে ভারত সরকারের ২ কোটি ৯ লাখ নেপালি রুপি অনুদান সহায়তায় তৈরি করা হয়। চলতি বছর ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্তি পালন করছে এবং ভারতের ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসেবে নেপালে এই বছর উদ্বোধন করা ৭৫টি প্রকল্পের মধ্যে এটি একটি।
২০০৩ সাল থেকে ভারত নেপালে ৫৩২টিরও বেশি এইচআইসিডিপি প্রকল্প গ্রহণ করেছে এবং নেপালের ৭টি প্রদেশজুড়ে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, যোগাযোগ, স্যানিটেশন এবং অন্যান্য জনগুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরির ক্ষেত্রে ৪৭৫টি প্রকল্প সম্পন্ন করেছে।

এর মধ্যে নেপালের লুম্বিনি প্রদেশে ৬০টি এইচআইসিডিপি রয়েছে এবং এর মধ্যে রূপানদেহি জেলায় রয়েছে ১২টি প্রকল্প।
ভারত ও নেপালের মধ্যে বহুমুখী এবং বহু-খাত সংশ্লিষ্ট উন্নয়ন অংশীদারিত্ব রয়েছে যা উভয় দেশের জনগণের ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন। নেপালে এসব প্রকল্পের বাস্তবায়ন দেশটির আর্থ-সামাজিক-সাংস্কৃতিক অবকাঠামোতে ভারত সরকারের অব্যাহত সমর্থনকে তুলে ধরে।
টিএম