ফাইজারের টিকার অনুমোদন দিল ইইউ

মার্কিন ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী সোমবার (২১ ডিসেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় নেয় ইএম এ। এর মাধ্যমে ইইউ জোটভুক্ত ২৭টি দেশের ৪৫ কোটি মানুষের টিকা পাওয়ার পথ সুগম হলো।
চলতি মাসের শেষদিকে ইইউভুক্ত দেশগুলোতে ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। উল্লেখ্য, ইউরোপ তথা বিশ্বের প্রথম দেশ হিসেবে এর আগে ফাইজার-বায়োএনটেক টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য।
মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান বায়োএনটেক অংশীদারত্বের ভিত্তিতে করোনার এই টিকা উদ্ভাবন করেছে। চূড়ান্ত ধাপের ট্রায়ালের পর দাবি করা হয়েছে, করোনায় টিকাটি ৯৫ শতাংশ কার্যকর।
ইএমএ প্রধান এমার কুক এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, শর্তসাপেক্ষে ফাইজারের টিকা বাজারজাতকরণের সুপারিশ করা হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই টিকাটি যে অকার্যকর, এমন কোনো তথ্য-প্রমাণ এখনও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সত্যিকার অর্থেই এটি ঐতিহাসিক বৈজ্ঞানিক অর্জন।
এর আগে গত ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। এর পর ৮ ডিসেম্বর ৯০ বছর বয়সী নারী মার্গারেট কেনানের দেহে প্রথম ওই টিকা দেওয়া হয়।
সম্প্রতি ইউরোপে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে। বড়দিন উদযাপন ও নতুন বছরকে স্বাগত জানানোর সময় সংক্রমণের লাগাম টানতে বিশ্বের বিভিন্ন দেশ আন্তর্জাতিক যোগাযোগে নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকেই বিশ্বের বেশ কিছু দেশ ও প্রতিষ্ঠান টিকা উদ্ভাবনের জোর চেষ্টা চালিয়ে আসছিল।
এসআরএস/এএস