কাশ্মিরে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত আরও ২৫

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মিরের পুঞ্চের সাওজিয়ান এলাকায় একটি মিনিবাস দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
— ANI Digital (@ani_digital) September 14, 2022
কাশ্মিরের মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
— ANI (@ANI) September 14, 2022
এএনআই বলছে, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুঞ্চের সাওজিয়ান থেকে মান্ডি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান পরিচালনা করছে।
টিএম