আপাতত পশ্চিমবঙ্গে বাড়ছে না মদের দাম

সুরাপ্রেমীদের জন্য স্বস্তির খবর। আপাতত ভারতের পশ্চিমবঙ্গে বাড়ছে না বিলেতি মদের দাম। জানা গেছে, দুর্গাপূজার আগে রাম, ভদকা, হুইস্কির মতো বিলেতি মদের দাম বাড়াচ্ছে না রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর সূত্রে খবর, দুর্গাপূজা ও কালীপূজার মৌসুম কেটে গেলে বিলেতি মদের দাম বাড়ানো হতে পারে বলে একটি মহলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গত সপ্তাহে একটি মহলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, পূজার আগেই রাজ্যে বিলেতি মদের দাম বাড়তে চলেছে। যা সুরাপ্রেমীদের জন্য জোরদার ধাক্কা ছিল। তবে এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই রাজ্য আবগারি দপ্তর সূত্রে খবর মিলছে, পূজার আগে বিলেতি মদের দাম বাড়ানো হচ্ছে না। অর্থাৎ আগের দামেই সুরাপান করতে পাবেন পশ্চিমবঙ্গের মানুষ।
আরও পড়ুন: ভারতের বাজারে পাকিস্তানের তৈরি রুহ আফজার বিক্রি বন্ধের নির্দেশ
শেষ মুহূর্তে কেন দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা হলো? একটি মহলের দাবি, পূজার সময় দাম বাড়লে যে বিলেতি মদের বিক্রি কমে যেত, তেমন নয়। পূজার সময় মানুষ একটু বেশি খরচ করতে রাজি থাকেন। মূলত, এই মুহূর্তে দর বাড়ানো হলে নতুন দামের মদের স্টক সব দোকানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আপাতত পিছিয়ে আসা হয়েছে।
কবে থেকে পশ্চিমবঙ্গে মদের দাম বাড়তে পারে? ওই মহলের দাবি, পূজার পর রাজ্যে বিলেতি মদের দাম বাড়ানোর সম্ভাবনা আছে। সেটা নভেম্বর থেকে পারে বলে একটি মহলের ধারণা। তবে বিষয়টি নিয়ে আবগারি দপ্তরের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। পুরোটাই সূত্রের মাধ্যমে খবর মিলেছে। তবে পূজার সময় দাম না বাড়লে সুরাপ্রেমীদের হাসি যে আরও চওড়া হবে, তা বলাই বাহুল্য।
এসএসএইচ