রাজপরিবারের ভবিষ্যৎ নিয়ে ছেলের সঙ্গে কথা বলতে চান প্রিন্স ফিলিপ

ব্রিটেনের রাজপরিবারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বড় ছেলে প্রিন্স চার্লসকে হাসপাতালে ডেকেছেন ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ। ব্রিটেনের রানির সাবেক প্রেস সেক্রেটারির বরাত দিয়ে রোববার (২৮ ফেব্রুয়ারি) একথা জানিয়েছে রাশিয়ার বার্তাসংস্থা স্পুটনিক নিউজ।
অসুস্থ হওয়ার পর সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে গত ১৬ ফেব্রুয়ারি প্রিন্স ফিলিপকে হাসপাতালে নেওয়া হয়। ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ এখনও লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। আগামী জুনে ১০০ বছরে পা দেবেন তিনি।
প্রথমে ব্রিটেনের রানির প্রাসাদ এই তথ্য প্রকাশ করতে চায়নি। পরে অবশ্য ডিউক অব এডিনবার্গের অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির বিষয়টি রাজপরিবারের পক্ষ থেকে স্বীকার করা হয়। তবে প্রাথমিকভাবে ‘কয়েকদিনের জন্য’ তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হলেও দীর্ঘ দুই সপ্তাহ পরও প্রাসাদে ফিরে না আসায় প্রিন্স ফিলিপের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা নিয়ে অনেকেই উদ্বেগের মধ্যে রয়েছেন।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রেস সেক্রেটারি হিসেবে ১৯৮৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত দীর্ঘ ১২ বছর কাজ করেছেন ডিকি আরবিটার। তিনি বলেন, ব্রিটেনের রাজপরিবারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বড় ছেলে প্রিন্স চার্লসকে হাসপাতালে ডেকেছেন ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ। ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স চার্লস। প্রিন্স ফিলিপ যখন বেঁচে থাকবেন না, তখন প্রিন্স চার্লসের কী করা উচিত; মূলত এ বিষয়ে ছেলের সঙ্গে কথা বলবেন তিনি।
ট্রু রয়্যালটি টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডিকি আরবিটার বলেন, ‘স্পষ্টভাবে বললে- প্রিন্স ফিলিপের বয়স এখন ৯৯ বছর। এছাড়া তিনি অসুস্থ। আমি আশা করি, তিনি আবারও ফিরে আসবেন, আমাদের মাঝে হাঁটবেন এবং উইন্ডসর প্যালেসে ফিরে যাবেন। কিন্তু একদিন তাকে মারা যেতেই হবে। তিনি তার বড় ছেলে প্রিন্স চার্লসকে ভবিষ্যতে রাজপরিবারের দায়িত্বপালনের বিষয়ে দিকনির্দেশনা দেবেন।’
প্রিন্স ফিলিপকে আরও এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে- গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর আরবিটারের এই বক্তব্য সাসনে এলো। দিন কয়েক আগে ডিউক অব এডিনবার্গের ছোট ছেলে প্রিন্স অ্যাডওয়ার্ড জানিয়েছিলেন, তার বাবা এখন ভালো অনুভব করছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
প্রায় দুই সপ্তাহ ধরে প্রিন্স ফিলিপ অসুস্থ হলেও তার এই অসুস্থতা করোনাভাইরাস সংক্রান্ত নয় বলে এর আগে জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রিন্স ফিলিপের স্ত্রী অর্থাৎ রানি দ্বিতীয় এলিজাবেথ বর্তমানে উইন্ডসর প্যালেসেই রয়েছেন।
সূত্র: স্পুটনিক নিউজ
টিএম