আফগানিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর গজনিতে রহমতউল্লাহ নেকজাদ নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে আততায়ীরা। সংঘর্ষপীড়িত দেশটিতে গত দুই মাসে সংবাদিক হত্যার তৃতীয় ঘটনা এটি।
গজনি পুলিশের মুখপাত্র আহমাদ খান সীরাত এ প্রসঙ্গে সোমবার বার্তা সংস্তা এফপি কে জনান, বাড়ির কাছে মসজিদে যাওয়ার পথে সাইলেন্সড পিস্তলের গুলিতে নিহত হন রহমতউল্লাহ।
এই হত্যার দায় অস্বীকার করেছে তালেবান
আততায়ীকে এখনো শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছেন তিনি।
এই হত্যার দায় অস্বীকার করেছে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন,‘ এতে দেশের ক্ষতি হয়েছে বলে বিবেচনা করছি আমরা’।
অন্য কোনো সশস্ত্র কিংবা ‘জঙ্গিগোষ্ঠী’ এ পর্যন্ত এই হত্যার দায় স্বীকার করে কোনো মন্তব্য বা বিবৃতি দেয়নি।
মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) এবং কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরায় কর্মরত ছিলেন তিনি।
আফগান জার্নালিস্ট সেফটি কমিটি (এজিএসসি) জানিয়েছে, চল্লিশোর্ধ্ব নেকজাদ ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) এবং কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরায় কর্মরত ছিলেন।
দেশে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে তালেবানদের সংলাপ চলমান থাকা সত্ত্বেও গত কয়েক মাস ধরে সহিংসতা বাড়ছে আফগানিস্তানে। প্রধান শিকার সাংবাদিক, রাজনীতিবিদ এবং অধিকারকর্মীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ডিসেম্বরের শুরুতে জালালাবাদে চালকসহ নিজের গাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নারী সাংবাদিক, সংবাদ উপস্থাপক ও অধিকারকর্মী মালালাই মাইওয়ান্দ।
ডিসেম্বরের শুরুতে জালালাবাদে চালকসহ নিজের গাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নারী সাংবাদিক, সংবাদ উপস্থাপক ও অধিকারকর্মী মালালাই মাইওয়ান্দ। আফগানিস্তানের আইএস এই হত্যার দায় স্বীকার করেছে।
গত নভেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় লাস্কার গাহ শহরে গাড়ি বোমা হামলায় নিহন আফগানিস্তানের বেতার মাধ্যম রেডিও লিবার্টি’র প্রতিবেদক আলিয়াস দায়ি
এর আগে গত নভেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় লাস্কার গাহ শহরে গাড়ি বোমা হামলায় নিহন আফগানিস্তানের বেতার মাধ্যম রেডিও লিবার্টি’র প্রতিবেদক আলিয়াস দায়ি।
একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আফগান জার্নালিস্ট সেফটি কমিটি।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই হামলাগুলোর অধিকাংশই ঘটাচ্ছে তালেবান। চলমান সংলাপে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই পন্থা বেছে নিয়েছে ক্ষমতার লড়াইয়ে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘাতে লিপ্ত তালেবান।
গত সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহা’য় শুরু হওয়া শান্তি সংলাপে বর্তমানে বিরতি চলছে। আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে আবার তা শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: আল-জাজিরা
এসএমডব্লিউ