এক-তৃতীয়াংশ মানুষকে টিকা দিয়েছে ব্রিটেন

মহামারি করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে ইউরোপের বাকি দেশগুলোর চেয়ে অনেকটা এগিয়ে গেছে যুক্তরাজ্য। টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সম্প্রতি বের হয়ে যাওয়া দেশটি মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশকে টিকা দিয়েছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সোমবারের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের মোট জনসংখ্যা ৬ কোটি ৬০ লাখের বেশি। ইতোমধ্যে দেশটির ২ কোটি ৮৯ লাখ ৫৫১ জন করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছেন।
চলতি মার্চ মাস থেকে দেশের চল্লিশোর্ধ্ব জনগোষ্ঠীকে টিকা দেওয়া শুরু হবে। ইউরোপীয় ইউনিয়ন জোটের ব্যবস্থাপনায় জোটভূক্ত অন্যান্য দেশগুলো যখন টিকার সরবরাহ পাওয়ার জন্য মরিয়া তখন যুক্তরাজ্যে টিকা দেওয়ার রেকর্ড তৈরি হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘এটা অনেক বড় একটা জাতীয় কৃতিত্ব। স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এটা সম্ভব হলো। আগামী জুলাইয়ের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে এক ডোজ করে টিকা দেওয়ার কাজ শেষ করতে চায় ব্রিটেন।’
ইউরোপে মহামারি করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি যুক্তরাজ্যে। শুধু তাই নয় যুক্তরাজ্যে খুবই ছোঁয়াচে ও মারাত্মক প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরনও (স্ট্রেইন) শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে করোনার বিস্তার ছড়িয়েছে খুব দ্রুত।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী এ পর্যন্ত ৪১ লাখ ৮৮ হাজারের বেশি করোনা রোগী নিয়ে বিশ্বে সর্বাধিক কোভিড-১৯ রোগী শনাক্তের দিক থেকে যুক্তরাজ্যের অবস্থান পঞ্চম।
অপরদিকে হালনাগাদ হিসাব অনুযায়ী করোনায় ১ লাখ ২৩ হাজার ৮৩ প্রাণহানি নিয়ে বিশ্বে করোনায় চতুর্থ সর্বাধিক মৃত্যু হয়েছে দেশটিতে। ইউরোপের আর কোনো দেশে মহামারি করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা এখনো লাখ ছাড়ায়নি।
এএস