কী এজেন্ডা নিয়ে ভারতে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

নভেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে তার এই ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু লিখেছে, সৌদি যুবরাজ তার এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তাতে মোদি ও যুবরাজের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বস্তুত রাশিয়াসহ ওপেক-প্লাস দেশগুলোর তেল উৎপাদন কমিয়ে দেওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ওপেক প্লাসভুক্ত দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দেওয়ার পর সৌদি আরবকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জি-২০ বৈঠকে যোগ দেবেন জো বাইডেনও। রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের বিরুদ্ধে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তেল ও গ্যাসের আন্তর্জাতিক রাজনীতি জটিল হয়ে উঠেছে। তেল উৎপাদনকারী দেশ এবং তেলের বড় গ্রাহকদের মধ্যে তার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে।
২০২০ সালে সৌদি আরবে জি-২০ দেশগুলোর সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী বছর ভারতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সৌদি ক্রাউন প্রিন্স এবং মোদি এই শীর্ষ সম্মেলনের এজেন্ডা নিয়েও আলোচনা করতে পারেন।
সৌদি যুবরাজ তার এই সফরে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রকল্পগুলোও পর্যালোচনা করবেন বলে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে সৌদি যুবরাজ ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করলেও বিষয়টি খুব একটা এগোয়নি।
এনএফ