জান্তার নির্দেশ পালনে অনীহা জানিয়ে ভারতে পালাল মিয়ানমারের ৩ পুলিশ

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া সামরিক জান্তা সরকারের নির্দেশ পালনে অনীহা জানিয়ে মিয়ানমারের পুলিশের অন্তত তিন সদস্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছেন। সেখানে পৌঁছানোর পর তারা ভারতের সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন বলে বৃহস্পতিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
রয়টার্স বলছে, মিয়ানমার পুলিশের তিন কনস্টেবল সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজোরামে পৌঁছে সেখানে আশ্রয় চেয়েছেন। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়ে তারা দেশ ছেড়েছেন বলে ভারতীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
মিজোরামের সার্চিপ জেলা পুলিশের কর্মকর্তা স্টিফেন লালরিনাওমা বলেন, বুধবার সকালের দিকে উত্তর ভানালাইফাই শহরের কাছের সীমান্ত পাড়ি দেন ওই তিন কনস্টেবল। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে সাময়িক থাকার ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, মিয়ানমার পুলিশের ওই তিন কনস্টেবল বলেছেন, সামরিক শাসকরা যেসব নির্দেশনা দিচ্ছেন; তারা তা পালন করতে পারবেন না। যে কারণে তারা দেশ ছেড়ে পালিয়েছেন।
মিজোরামের সার্চিপ জেলা পুলিশের কর্মকর্তা স্টিফেন লালরিনাওমা বলেন, মিয়ানমারে সামরিক শাসনের কারণে ওই পুলিশ সদস্যরা ভারতে আশ্রয় চাচ্ছেন।
মিয়ানমারের সঙ্গে ভারতের এক হাজার ৬৪৩ কিলোমিটারের স্থল সীমান্ত রয়েছে। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতের মাধ্যমে সামরিকবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত অর্ধ-শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটির আইনশৃঙ্খলবাহিনী অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নির্বিচারে গুলি চালানোয় এই প্রাণহানি ঘটে।
গত ৮ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দেশটির নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু দেশটির সেনাবাহিনী এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে অভিযোগ এনে ফল বাতিলের দাবি জানালেও সরকার তা উপেক্ষা করায় ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নেয়।
এসএস