অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতে জেএমবি সদস্যের স্ত্রী আটক

অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে বাংলাদেশি এক নারীকে আটক করেছে ভারতীয় পুলিশ। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার থেকে পুলিশ তাকে আটক করে। সোমবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে আটককৃত ওই নারীর স্বামীর নাম আলিনুর উল্লেখ করে তাকে জঙ্গিগোষ্ঠী জেএমবি’র সদস্য হিসেবে বলা হয়েছে। এছাড়া চলতি মাসের শুরুর দিকে আলিনুরও পুলিশের হাতে আটক হন।
ভারতীয় এই সংবাদমাধ্যমটি বলছে, চলতি অক্টোবর মাসের শুরুতে সাহারানপুর থেকে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন বাংলাদেশি সন্ত্রাসী আলিনুরের স্ত্রী তার তিন সন্তানকে নিয়ে হরিদ্বারের দাদুপুর গোবিন্দপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। পরে তাকে আটকের পর স্থানীয় রানীপুর থানা পুলিশ মামলা দায়ের করে ওই নারীকে জেলহাজতে প্রেরণ করে।
হরিদ্বারের পুলিশ সুপার স্বতন্ত্র কুমার সিং বলেছেন, ‘জিজ্ঞাসাবাদে জানা গেছে- আলিনুরের বাংলাদেশি সন্ত্রাসী সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সাথে যোগাযোগ ছিল।’
এছাড়া পুলিশ সূত্রে জানা গেছে, ‘অভিযুক্ত আলিনুরের সঙ্গে ভারতবিরোধী সংগঠন গাজওয়া-ই-হিন্দ এর সাথেও সম্পর্ক ছিল। চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে তাকে গ্রেপ্তার করে এটিএস।
অন্যদিকে আটকের পর জিজ্ঞাসাবাদের সময় আলিনুরের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি তার স্বামী এবং সন্তানদের সাথে নিয়ে ২০২১ সালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন।
টিএম