শববাহী যানে এলেন বধূ, কবরে বিয়ে সারলেন দম্পতি

বিয়ের জন্য এমন একটি স্থান বেছে নিলেন এক দম্পতি, যা দেখে অতিথিরাও অবাক! এই দম্পতি তাদের জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তটি উদযাপন করার সিদ্ধান্ত নেন কবরস্থানে।
গত ১ নভেম্বর যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় ঘটেছে এ ঘটনা। রাজ্যের রিডলি শহরে এই দিন ২৭ বছর বয়সী নর্মা নিনো বিয়ে করেন ২৯ বছর বয়সী অ্যাক্সেলকে।
বিয়ের স্থান হিসেবে আগে থেকেই রিডলির একটি গোরস্তানে বুকিং দেওয়া হয়েছিল। নির্দিষ্ট দিনে একটি শববাহী গাড়িতে চেপে সেই কবরস্থানে পৌঁছান নর্মা।অ্যাক্সেল আগে থেকেই উপস্থিত ছিলেন সেখানে। গোরস্তানের একটি কফিনে ঘেরা এলাকায় দু'জনের বিয়ে হয়।
খ্রিস্টান রীতি মতে, বিয়ের দিন সাদা রঙের পোশাক পরেন কনে। নর্মা-অ্যাক্সেলের বিয়েতে ঘটেছে উল্টো ঘটনা। কালো পোশাক পরে বিয়ে করেছেন নর্মা।
বিয়েতে আসা বেশিরভাগ অতিথিই অবশ্য এই ব্যতিক্রমী বিয়ের থিম দেখে অবাক হয়েছেন। কারণ, খ্রিস্ট ধর্মীয় রীতি অনুযায়ী, কেউ মারা গেলে মৃতের আত্মীয়-স্বজন ও বন্ধুরা কালো পোশাক পরেন।
নর্মা নিনো পেশায় একজন কফিন ব্যবসায়ী। তাছাড়া যে কবরস্থানে তারা বিয়ে করেছেন, সেটি পরিচালনা করেন নারীরা এবং নর্মা নিজেও সেই কবরস্থান পরিচালনা পর্ষদের একজন সদস্য।
সাংবাদিকদের নর্মা বলেন, ‘আমি কবরস্থানে বিয়ে করেছি, কারণ, এই শহরে নারীদের দ্বারা পরিচালিত হয়—এমন কবরস্থান এটিই প্রথম। এই করবস্থান আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ আমি এখানে কয়েক বছর ধরে কাজ করেছি। তাই এরকম হ্যালোউইন থিম বিয়ে আমার জন্য উপযুক্ত বলে মনে হয়েছে। কারণ আমি হ্যালোউইন পছন্দ করি।’

নর্মা আরও বলেন,‘আমার পরিবার এরকম অদ্ভুত বিয়েতে ভয়ই পেয়েছিল। কিন্তু বিয়ের দিন সবাই আমাকে বলেছিল আমার কারণে তারা অন্যরকম একটি বিয়ে উপভোগ করেছেন।’
প্রসঙ্গত, বিয়ের জন্য নর্মা সমস্ত অতিথিকে ১৯৩০ দশকের আদলে পোশাক পরে আসতে বলেছিলেন।
নর্মার সঙ্গে অ্যাক্সেলের পরিচয় হয় ২০১৮ সালে, অনলাইন ডেটিং সাইট টিন্ডারের মাধ্যমে। দু'বছর ডেট করার পর অ্যাক্সেল নরমাকে প্রস্তাব দেন। এর পর ২০২২-র অক্টোবরে সাত পাকে বাধা পড়েন দু'জনেই।
এই দম্পতি প্রথমে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরে নর্মার উদ্যোগেই এই পরিকল্পনায় বদল ঘটে।
এ সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, প্রথমদিকে অ্যাক্সেল ভেন্যু সম্পর্কে নিশ্চিত ছিলেন না। কিন্তু বিয়ের কয়েক মাস আগে নর্মা কবরস্থানে বিয়ে করার প্রস্তাব হাজির করলে তাতে রাজি হন অ্যাক্সেল।
‘তারপর বিয়ের দিন অ্যাক্সেল বলেছে—আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
এসএমডব্লিউ