আইএমএফের নতুন মুখপাত্র জুলি কোজাক

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্জেন্টাইন অর্থনীতিবিদ জুলি কোজাক। বুধবার আইএমএফের শীর্ষ নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি নেওয়া জুলি কোজাক এতদিন আইএমএফের ইউরোপীয় শাখার উপপরিচালকের পদে ছিলেন। মঙ্গলবারের বিবৃতিতে ক্রিস্টালিনা জর্জিয়েভা ঘোষণা করেন, এখন থেকে আইএমএফের শীর্ষ মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সেই সঙ্গে ইউক্রেন ও আর্জেন্টিনায় আইএমএফের প্রস্তাবিত ঋণ প্রকল্প তদারকের দায়িত্বও তাকে দেওয়া হয়েছে।
জ্যুলির পূর্বসূরী গ্যারি রিচ আইএমএফের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী মুখপাত্রদের একজন ছিলেন। ২০০৭ সাল থেকে ’০৯ সাল পর্যন্ত বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল, সেসময় মুখপাত্র হিসেবে আইএমএফের কমিউনিকেশন বিভাগে নেতৃত্ব দিয়েছিন রিচ। করোনা মহামারির প্রথম দুই বছর এবং ইউক্রেন যুদ্ধ শুরুর সময়ও আইএমএফের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সম্প্রতি রিচ অবসরে যাওয়ার পর এই পদে এলেন কোজাক, যিনি কর্মকর্তা হিসেবে আইএমএফে যোগ দিয়েছেন প্রায় দু’যুগ আগে।
মঙ্গলবারের বিবৃতিতে আইএমএফের শীর্ষ নির্বাহী বলেন, ‘আইএমএফে জুলির বর্ণাঢ্য ক্যারিয়ার শুরু হয়েছিল আজ থেকে দু’দশকেরও বেশি সময় আগে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে একজন অর্থনীতিবিদ ও নেতৃত্বক্ষমতার অধিকারী কর্মকর্তা হিসেবে উজ্জল ভূমিকা রেখেছেন তিনি। এমনকি ভয়াবহ আর্থিক সংকটগ্রস্ত বিভিন্ন দেশেও সফলভাবে আইএমএফের মিশন পরিচালনা করেছেন তিনি। তার যোগাযোগ ও আলোচনা করার ক্ষমতাও অনন্য।’
‘কৌশলগত চিন্তা-ভাবনায় দক্ষতা, উদ্ভাবনী আইডিয়া এবং চ্যালেঞ্জিং পরিবেশে ঐকমত্য ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে দক্ষতাই জুলিকে এই পদ এনে দিয়েছে.’ বিবৃতিতে বলেন আইএমএফের শীর্ষ নির্বাহী।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফের ইউরোপীয় শাখার উপপরিচালক হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে ঋণ সহযোগিতা প্রদানের ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে কৌশলগত যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করে আসছেন জুলি কোজাক।
এছাড়া প্রায় দুই যুগের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিসহ পোল্যান্ড, লিথুয়ানিয়া, আইসল্যান্ড এবং এশিয়ার বিভিন্ন দেশ আইএমএফের মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে কোজাকের।
এসএমডব্লিউ