যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। মেক্সিকো সীমান্তসংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি এসইউভি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি মার্কিন কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি সীমান্ত পার হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ১০ জন মেক্সিকোর নাগরিক।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে মেক্সিকো সীমান্তসংলগ্ন এল সেনত্রো এলাকায় স্থানীয় সময় মঙ্গলবারের এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে পরে আরও একজনের মৃত্যু হয়।
এল সেনত্রো মেডিকেল সেন্টারের জুডি ক্রুজ জানান, দুর্ঘটনার সময় যাত্রীবাহী গাড়িটিতে শিশুসহ দুই ডজনের বেশি মানুষ ছিল। এ সময় নুড়ি পাথরবোঝাই একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দিলে তা দুমড়েমুচড়ে যায়।
এল সেনত্রোর সেক্টরের চিফ প্যাট্রোল এজেন্ট গ্রেগরি বোভিনো এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিক তদন্ত শেষে দেখা গেছে, অবৈধভাবে সীমানা প্রাচীর পার হয়ে এসব মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল।’
এএস