ফ্রান্সে তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

ফ্রান্সের মধ্যাঞ্চলীয় এক এলাকায় তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আরও একজন পুলিশ কর্মকর্তা গুরতর আহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি।
এএফপি ফ্রান্সের সরকারি কৌঁসুলিদের বরাতে বুধবার দিনের শুরুতে দেশটির চার পুলিশ কর্মকর্তার এই হতাহতের খবর এক টুইট বার্তায় জানিয়েছে।
এএফপি জানাচ্ছে, পারিবারিক সহিংসতার ঘটনায় ফোন পেয়ে এক নারীকে উদ্ধারে যান ওই পুলিশ কর্মকর্তারা। ঘটনাস্থলে যাওয়ার পর ৪৮ বছর বয়সী এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
বিবিসি লিখেছে, বন্দুকধারী প্রথমে দুজন পুলিশ কর্মকর্তাকে গুলি করেন। এর মধ্যে একজন মারা যান। অপর একজন আহত হন। এরপর বাড়িতে আগুন দেন তিনি।
এরপর আরও দুজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের দুজনকেও গুলি করে হত্যা করেন। তবে সহিংসতার শিকার ওই নারীকে উদ্ধার করা হয়েছে।